ট্যাংকারের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 

সনাতন গরাই,দুর্গাপুর:একটি ছাই এর ট্যাংকাকের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো কোকোভেন থানার পুলিশ।ঘটনার সূত্র ধরে জানা গেছে গত দু দিন আগে থেকে একটি ছাই বোঝাই ট্যাংকার ডি পি এল কারখানার কাছ থেকে প্রচন্ড গন্ধ পাই স্থানীয় মানুষজন ও দোকানদাররা।তাদের সন্দেহ হয় ওই ট্যাংকারের ভেতরে কিছু মরে গেছে।তারপর তারা কোকোভেন থানার পুলিশকে খবর দেয়।

 

পুলিশ এসে এলাকার মানুষের সন্দেহ মত ট্যাংকার ক্ষতিয়ে দেখলে দেখতে পাই ট্যাংকারের ভেতর এক আধবয়সী ব্যক্তির মৃতদেহ পরে আছে।তারপর ওই মৃত ব্যক্তিকে ট্যাংকার থেকে বের করা হয়।

IMG 20190513 173242

পরে পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি ওই ট্যাংকারের চালক,নাম মুকেশ লাহা(40)। যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।কি কারনে,কারা এই ভাবে মুকেশ লাহাকে মারলো পুলিশ জোর তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত খবর