পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসা একই পরিবারের ১১ জন হিন্দু শরণার্থীর রহস্যজনক মৃত্যু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের যোধপুর থেকে এক মর্মান্তিক খবর সামনে আসছে। সেখানে দেচু পুলিশ থানা এলাকার লোড়রা হরিদাসোতা গ্রামের পাশে একসাথে ১১ জনের দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ১১ জনের মধ্যে চারজন মহিলা, দুটি বাচ্চা আর পাঁচজন পুরুষ আছে। ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।

ঘটনার খবর পেতেই পুলিশ প্রশাসন অ্যালার্ট হয়ে যায় আর ঘটনাস্থলে প্রশাসনের বড় আমলারা পৌঁছান। এছাড়াও ফরেন্সিক তদন্ত টিমকেও ডাকা হয়। পুলিশ আধিকারিকরা জনানা, ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে এফএসএল এর টিমকে ডাকা হয়েছে। পুলিশ জানায়, মৃতরা সবাই একটি ঘরের মধ্যেই থাকতেন।

পুলিশ জানায় এরা সবাই পাকিস্তানি (Pakistani) হিন্দু শরণার্থী (Hindu Refugee)। তাঁরা সেখানে চাষাবাসের কাজ করত। পাকিস্তান (Pakistan) থেকে ভারতে (India) অত্যাচারিত হয়ে আসা হিন্দু শরণার্থীদের সাহায্যের জন্য কাজ করা সংগঠনের নেতাও ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা যায়।

ঘটনাস্থলে প্রচুর ভিড় জড় হয়ে যায়। ওই এলাকায় পাকিস্তানি শরণার্থীদের সাথে থাকা একজন অন্য জায়গা থেকে এসেছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এছাড়াও পুলিশ মৃতদের পরিজনদের কাছেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

 

X