এক অজ্ঞাত পরিচয় যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ

Published On:

 

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার চাঁপাডালি এলাকার ঝোপের মধ্যে থেকে এক গলাকাটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চাপাডালি এলাকায়। ওই যুবকের এখনও পরিচয় জানা যায়নি তবে কে বা কারা এ ঘটনা সাথে জড়িত এখনো জানা যায়নি পুলিশ তদন্ত করছে। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল বেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝোপের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়।

ঝোপের ভিতর গিয়ে দেখে এক যুবকের গলাকাটা গোটা শরীরে ক্ষত চিহ্ন অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে পাঁশকুড়া থানার খবর দেওয়া হয় পাঁশকুড়া থানার পুলিশ এসে ওই যুবককে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতাল ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

সম্পর্কিত খবর

X