নামাজের সময় আফগানিস্তানের শিয়া মসজিদে ভয়াবহ হামলা, বিস্ফোরণে মৃত ৫০

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর আফগানিস্তানের একটি মসজিদে শুক্রবার একটি জোড়ালো বিস্ফোরণের ৫০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে, তাঁদের কাছে ৩৫ জনের মৃত দেহ আর ৫০-র বেশি আহত মানুষদের নিয়ে আসা হয়েছিল। এছাড়াও একটি একটি হাসপাতালে ১৫টি মরদেহ পৌঁছেছে।

শুক্রবারের নামাজের সময় কুন্দুজ প্রান্তের একটি শিয়া মসজিদে এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা যখন নামাজ পড়ছিলেন, তখন বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পারেন।

তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, কুন্দুজ প্রান্তের রাজধানীর পাশে এই বিস্ফোরণ হয়েছে। এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

বলে দিই, আফগানিস্তানে তালিবানের কবজা হওয়ার পর দেশে আইএসআইএস খোরাসান সক্রিয় হয়েছে। তাঁরা এখন তালিবানকে নিশানা করে হামলা শুরু করেছে। তালিবানের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ISIS-K। দিন কয়েক আগে আফগানিস্তানে এরমকই একটি হামলা হয়েছিল। সেটির দায় নিজেদের কাঁধে নিয়েছিল ISIS-K।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর