৩১ তারিখ বাংলা জুড়ে মিলবে না পেট্রোল-ডিজেল, হাহাকার চারিদিকে !

বাংলাহান্ট ডেস্কঃ পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া হলেও, এখনও সেই মাটিতেই পড়ে রয়েছেন ডিলার্সরা। বাড়ছে না তাঁদের কমিশন। এবার এই কমিশন বাড়ানোর দাবিটে মাঠে নামলেন ডিলার্সরা। আগামী ৩১ শে আগস্ট এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।

বিগত কয়েকমাস ধরে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে, নাভিশ্বাস উঠে গিয়েছে সাধারণ মানুষের। রাস্তায় বেরিয়ে পকেট গড়ের মাঠ হয়ে যাচ্ছিল নিত্যযাত্রীদের। বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম সেঞ্চুরিও পেরিয়ে গিয়েছে।

petrol diesel price today express photo 1200

তবে পেট্রোল ডিজেলের দাম বাড়লেও, বাড়ছে না ডিলার্সদের কমিশন। এবার এই ঘটনার প্রতিবাদে নামলেন ডিলার্সরা। এবিষয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার সেন জানিয়েছেন, ‘প্রতিদিনই লাগাতার দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। কিন্তু কমিশন বাড়ছে না ডিলার্সদের। এবিষয়ে আরও কয়েক দফা দাবী জানিয়ে পেট্রোলিয়াম মন্ত্রককে সংগঠনের পক্ষ থেকে চিঠিও দেওয়া হবে’।

কিছুদিন আগে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছিল হাওড়ার মৌড়িগ্রামে অয়েল ট্যাঙ্কার সংগঠনগুলি। ইন্ডিয়ান অয়েলের রেটের বিরোধিতা করে তাঁরা ধর্মঘটের ডাক দিলেও, ৩ দিন পর তা তুলে নেয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর