বেশিদিন অপেক্ষা নয়! এই দিন সুপ্রিম কোর্টে উঠবে রাজ্যের DA মামলা, সামনে এল দিনক্ষণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ডিএ ইস্যুতে তোলপাড় রাজ্য। বাংলায় দীর্ঘদিন ধরেই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে ডিএ-র (Dearness Allowance) দাবি নিয়ে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। হাইকোর্টে মামলাকারীদের জয় হলেও পরে সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন রাজ্যের ডিএ মামলা। তবে সুপ্রিম কোর্টেও কোনও সুরাহা হচ্ছে না। বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। প্রায় তিন মাস অপেক্ষার পর গতকাল ৫ ফেব্রুয়ারী রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও তা আর হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মীরা।

তবে এরই মধ্যে সামনে আসছে ভালো খবর। জানা যাচ্ছে আগামী ১৮ মার্চ ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) বকেয়া ডিএ মামলা উঠতে পারে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। যদিও তা সম্ভাব্য তারিখ। একেবারে নির্দিষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের কজলিস্ট প্রকাশিত এই বিষয়ে নির্দিষ্টভাবে জানা যাবে।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে ৬০ নম্বরে ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল। তবে সময়ের অভাবে ৪০ নম্বর মামলার পর আর কোনও মামলা ওঠেনি। এবার ডিএ মামলার শুনানির জন্য রাজ্য সরকরি কর্মচারীদের এখনও অন্তত আরও মাসদেড়েক অপেক্ষা করতে হবে।

তবে সুপ্রিম কোর্টে বারংবার এভাবে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশায় ভুগছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই বিষয়ে এক সরকারি কর্মচারী বলেন, সোমবারই সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিস্তারিত শুনানি হবে বলে ভেবেছিলেন। তবে তা না হওয়ায় কিছুটা দুঃখিত। এই অবস্থায় দাঁড়িয়ে যাতে দ্রুত ডিএ মামলার নিষ্পত্তি হয় সেই আশায় রয়েছেন।

da hike

আরও পড়ুন: ফের ৫% DA বাড়ছে সরকারি কর্মীদের! কবে থেকে মিলবে? রইল লেটেস্ট আপডেট

প্রসঙ্গত, সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেলেও রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও শুনানি পিছিয়ে গিয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে বিস্তারিত শুনানি হওয়ার কথা ছিল। তবে তা আর হয়নি। প্রায় তিন মাস অপেক্ষার পর ৫ ফেব্রুয়ারীও রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠল না।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X