বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সুপ্রিম কোর্টে নয়া মোড় নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা (Dearness Allowance)। সুপ্রিম কোর্টে (Supreme Court) লিখিত বক্তব্য জমা করে রাজ্য জানিয়েছিল, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করে না! এদিকে এই তথ্যের পাল্টা জবাবে, কর্মচারী সংগঠনগুলি একটি ২০-দফা সম্বলিত নথি জমা দিয়েছে।
ডিএ মামলায় রাজ্যের পাল্টা বক্তব্য সরকারি কর্মীদের | Dearness Allowance
জানা গিয়েছে, কর্মচারী সংগঠনগুলির তরফে সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়া হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ-এর তরফে যে নথিটি জমা দেওয়া হয়েছিল তা এখনও ই-ফাইলিং-এর ডেট পায়নি। তবে অন্য একটি নথি ১ অক্টোবর আপলোড করা হয়েছে। আইনজীবী মৃগাঙ্ক প্রভাকরের মাধ্যমে এই নথি জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যা বিশেষ গুরুত্বপূর্ণ।
জানিয়ে রাখি, এই নথিতে রাজ্য সরকারের দেওয়া তথ্যের পাল্টা ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী, সেই সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে এই নথির মাধ্যমে।
সংবিধানের ৩০৯ নং ধারার উল্লেখ করে বলা হয়েছে এই ধারায় রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত নিয়মাবলী তৈরির কথা। রাজ্য সরকার এই নিয়ম লঙ্ঘন করছে বলে দাবি করা হয়েছে। রাজ্য ROPA রুলস, ২০০৯ মানছে না বলে বলা হয়েছে। এই নিয়মে বলা হয়েছে যে, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা AICPI অনুযায়ী নির্ধারণ করা হবে। রাজ্য সরকার এই নিয়ম মানছে না বলে অভিযোগ।
অন্যান্য রাজ্যেরও উদাহরণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ইউনিটি ফোরামের দাবি ছিল, রাজ্যের দাবি করা ১২টি রাজ্যের মধ্যে ৮টি রাজ্যই কেন্দ্রীয় সরকারের AICPI প্যাটার্ন অনুসরণ করে মহার্ঘ ভাতা দেয়। সিপিআই অনুসারে ডিএ দেয় না এমন রাজ্যের উদাহরণ হিসাবে, কেরল, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলঙ্গানা এবং ত্রিপুরার নাম উল্লেখ করা হয় রাজ্য সরকার তরফে।
ইউনিটি ফোরামের পক্ষ থেকে একটি পাল্টা তালিকা জমা দিয়ে বলা হয়েছে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং সিকিমের মতো রাজ্যগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারী প্যাটার্ন মতোই DA দেয়। কিছু ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্ট (বকেয়া সহ) বা ল্যাগিং প্যাটার্নে (কিছুটা দেরিতে) দেওয়া হলেও কেন্দ্রীয় AICPI- কে ভিত্তি করে মহার্ঘ ভাতা দেওয়া হয়।
আরও পড়ুন: শীঘ্রই বর্ষা বিদায়, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর জেনে নিন
বলা হয়েছে কর্ণাটক ও কেরালার মতো রাজ্যগুলি AICPI সূচক অনুসরণ করেই নিজেদের কর্মচারীদের DA দেয়। তেলেঙ্গানা কেন্দ্রীয় সরকারী প্যাটার্ন অনুসরণ করলেও, সেই রাজ্যের নিজস্ব গুণক রয়েছে। উল্লেখ্য, শুনানি শেষ হলেও আপাতত ডিএ মামলায় রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চ। নভেম্বর মাসে সেই মামলার রায়দান হবে মনে করা হচ্ছে। তবে কবে রায় সামনে আসবে সেই সংক্রান্ত কোনও ঘোষণা হয়নি এখনও।