বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ প্রায় শেষের দিকে। আর দু’মাস পর নতুন বছর। আর তারপই সুখবর আসছে সরকারি কর্মীদের। ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। নয়া পে কমিশনে সরকারি কর্মীদের বেসিক পে বিপুল ভাবে ‘রিভাইজড’ হবে। ভাতাও বাড়বে। এরই সাথে প্রশ্ন উঠছে, তাহলে কি বেসিক পে বা মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ (Dearness Allowance)? কি জানা যাচ্ছে?
ডিএ আর বেসিক পে মিলে যাবে? Dearness Allowance
বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি ছিল, মহার্ঘ ৫০ শতাংশ অতিক্রম করলে তা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীভূত করা হোক। বর্তমানে ৫৮% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। এবার কি তাহলে মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ?
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সপ্তম বেতন কমিশন বলবৎ থাকবে। তারপর থেকে অষ্টম পে কমিশন। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে এর আওতায় ডিএ ৫০% এ পৌঁছালেও স্বয়ংক্রিয়ভাবে সেই DA মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রথা অনুসরণ করা হয় না।

তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ইউনিয়নগুলি অষ্টম পে কমিশনের অধীনে DA মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে পুরনো প্রথা, তা পুনরুজ্জীবিত করার দাবি জানাচ্ছে। মুদ্রাস্ফীতির কারণ দেখিয়ে সরকারি কর্মীরা এই দাবি তুললেও এখনও মূল বেতনের সঙ্গে মহার্ঘ্য ভাতা (ডিএ) একত্রিত করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: নয়া ‘খেল’ দেখাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে শীত নিয়ে ‘খারাপ খবর’ দিল আবহাওয়া দপ্তর
তবে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার সময় এই দাবি ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে। ডিএ ও মূল বেতন মিশে গেলে, যদি কোনও সরকারি কর্মীর মূল বেতন ৫০০০০, টাকা হয় এবং ডিএ ৫০% হয়, অতিরিক্ত ২৫,০০০ ডিএ হিসেবে মেলে। যার ফলে মোট বেতন তখন অন্যান্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে ৭৫০০০ হয়ে যাবে। এবার সরকার কি সিদ্ধান্ত নেয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায়।













