সুখবর দিয়ে ৩% DA বাড়ছে! বাংলায় ষষ্ঠ পে কমিশন কবে? রাজ্য সরকারি কর্মীদের নেতা বললেন…

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ডিএ (Dearness Allowance) ইস্যুতে টালবাহানা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৫% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি সরকার। যা নিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। এরই মধ্যে ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই নিয়েই এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

বকেয়া ডিএ আবহে বাংলায় ষষ্ঠ পে কমিশন নিয়ে ধোঁয়াশা জারি | Dearness Allowance

মলয়বাবু বলেছেন, ‘২০২৫ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাঁদের ২০ কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল। একইসাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন।’ উল্লেখ্য, কেন্দ্রের তরফে এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, নিয়ম করে বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে। যদিও সরকারিভাবে ঘোষণা কিছুটা পরে করা হয়। সাধারণত দীপাবলির সময় জুলাইয়ের ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হয়।

বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। জানুয়ারী ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম পে কমিশন আসার আগে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে।

government employees

আরও পড়ুন: ‘মর্ফড’ ভিডিও ছড়িয়ে ফাঁসানোর চেষ্টা, সাহেবের পর এবার নিশানায় ঋত্বিক! সাইবার সেলের দ্বারস্থ ‘আদিদেব’

এই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মলয়বাবু বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে, তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। কবে নয়া পে কমিশন আসবে সেই নিয়েও ধোঁয়াশায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।