বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে ফের সুখবর। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভালো খবর দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees ) ও পেনশনভোগীদের (Pension) জন্য ৩% ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করেছে সরকার। যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে। এরই মধ্যে ফের ধামাকা মোদী সরকারের।
ডিএ নিয়ে এই কর্মীরা পেলেন সুখবর | Dearness Allowance
জানিয়ে রাখি, সম্প্রতি পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন ও পেনশন গ্রহণকারী কর্মীদের জন্য এই গুরুত্বপূর্ণ ভাতা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকার তরফে। অর্থ মন্ত্রকের একটি অফিস মেমোরেন্ডাম জারি করা হয়েছে।
সেখানে জানানো হয়েছে, পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় কর্মীদের জন্য ডিএ-এর হার ৪৬৬ শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের ৪৭৪ শতাংশ করা হয়েছে। ১ জুলাই থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
একই সাথে ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী সংশোধিত বেতন স্কেল/গ্রেড পে-তে বেতন গ্রহণকারী কর্মীদের জন্য ডিএ-এর হার ২৫৭ শতাংশ করা হয়েছে। আগে তা ছিল ২৫২ শতাংশ। উল্লেখ করা হয়েছে, এই বর্ধিত ভাতাও ১ জুলাই থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ডিসেম্বরে পঞ্চম বেতন কমিশনের ১০ বছরের মেয়াদ শেষ হয়। এরপর ষষ্ঠ বেতন কমিশন শুরু হয়েছিল ২০০৬ সালের জানুয়ারিতে। ২০১৫ সালের ডিসেম্বরে তার মেয়াদ শেষ হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে একাংশ এখনও পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে পেনশন পেয়ে থাকেন।
আরও পড়ুন: সোমে ফের বৃষ্টি শুরু! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর জানুন
পঞ্চম এবং ষষ্ঠ বেতন প্যানেলের নিয়ম অনুসারে রয়েছে এই কর্মীদের বেতন কাঠামো। উল্লেখ্য, একটি বেতন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে, নতুন বেতন প্যানেলের মেয়াদ শুরু হয়। সেই সময় মূল বেতনের সঙ্গে কর্মীদের মহার্ঘ মিশে যায়। এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিছু অংশ পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পেয়ে থাকেন।