বাংলায় ফের বাড়বে DA, রাজ্য সরকারি কর্মীদের কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? দেখুন হিসেব

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর সরকারি কর্মীদের পোয়া বারো। আসছে একের পর এক সুখবর! আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে গত ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (State Budget 2024) পেশ করেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটেই রীতিমতো সকলকে চমকে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আরও ৪ শতাংশ বৃদ্ধি করেছে (Dearness Allowance) মমতা সরকার।

বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে মেলেনি কাঙ্খিত ডিএ (DA)। ওদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামালা। তবে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি। এই আবহে এবারের বাজেটে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে সরকার। উল্লেখ্য, গত বাজেটে অতিরিক্ত ৩% ডিএ এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এবার ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে।

২০২৩ এর বাজেট ঘোষণার আগে ৩% ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এরপর আরও ৩% বাড়িয়ে ৬% ডিএ করা হয় তাদের। তবে সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মীরা। তাদের ক্ষোভ, আন্দোলনের তেজ আরও বাড়তে থাকে। সম্প্রতি নিজের কর্মীদের আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আর ভোটের আবহে ২০২৪ এর বাজেটে ফের বাড়ানো হয়েছে ডিএ। মে মাস থেকে বাংলায় কার্যকর হবে ১৪ শতাংশ হারে ডিএ।

রবিবার বীরভূমের একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়টি আবারও মনে করিয়ে দেন। ওদিকে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বর্তমানে ৪৬ শতাংশ। যা শীঘ্রই বেড়ে ৫০ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে।

da hike

এই আবহে কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আগামী মে মাসে কেন্দ্র ফের ডিএ বৃদ্ধি করলে বাংলা ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক হবে ৩৬ শতাংশ। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বাবদ কত টাকা পাবেন তা নির্ভর করে তাদের বেসিক পে-এর ওপর। এই আবহে ১৪ শতাংশ ডিএ সেই বেসিক পে-এর ওপর ধার্য করা হবে। ফলে গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে সকল রাজ্য সরকারি কর্মীদের পকেটে মাস গেলে ডিএ বাবদ অতিরিক্ত টাকা ঢুকবে।

আরও পড়ুন: দেশের দ্বিতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী, ফার্স্ট প্রাইজ কী তবে মমতার? দেখুন মাথা ঘুরে যাওয়া সমীক্ষার রিপোর্ট

যদিও কোনও গ্রুপ ডি কর্মী বেসিক বেতন ১৭০০০-৩০০০০ টাকা হয় ডিএ বৃদ্ধির ফলে তাদের মোট বেতন বাড়তে পারে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। ওদিকে লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে ২৩ হাজার টাকা হলে মাস শেষে ৯২০ টাকা বাড়তি আসতে চলেছে তাদের পকেটে। ব্লক এক্সটেনশন অফিসারদের বেসিক পে ২৯ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা হয় তাহলে তাদের ক্ষেত্রে হাতে বাড়তি প্রায় ১২৮০ টাকা করে আসতে পারে। বিডিও-দের বেসিক পে শুরু হয় ৫৬ হাজার টাকা থেকে। তাই ডিএ বৃদ্ধির ফলে তারা ন্যূনতম ২২৪৪ টাকা পাবেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর