বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে শীঘ্রই সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য এখনও কোনও স্বস্তি লর খবর আসেনি। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শিকে ছিঁড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, নিজের অধীনস্ত কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। জুলাই থেকেই ডিএ বাড়ানো হতে পারে বলে খবর মিলছে।

ডিএ নিয়ে আসছে ভালো খবর | Dearness Allowance
ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য সামনে এসেছে। মে মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW) ০.৫ পয়েন্ট বেড়ে ১৪৪ হয়েছে। মার্চ, এপ্রিল, মে টানা ৩ মাস এই সূচক বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে এই সূচক ১৪৩, এপ্রিল মাসে বেড়ে ১৪৩.৫, আর এবার মে মাসে বৃদ্ধি পেয়ে হল ১৪৪। এর থেকে ধারণা করা হচ্ছে, ৩-৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে সরকারি কর্মীদের।
বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। যদি ৩ শতাংশo বৃদ্ধি হয়, তাহলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে হবে ৫৮%। আর ডিএ ৪% বৃদ্ধি পেলে তা ৫৯ শতাংশে পৌঁছবে। উল্লেখ্য, প্রতি বছর দু’দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। সাধারণত ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে এই নতুন মহার্ঘভাতা কার্যকর হয়ে থাকে।
এর আগে গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করে মোদী সরকার। সেই সময় মাত্র ২ শতাংশ ডিএ বাড়ায় হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। তবে এবার দ্বিগুন বাড়তে পারে মহার্ঘ ভাতা। এখানে উল্লেখ্য, ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন।
আরও পড়ুন: বিটেক পাশ করলেই সুবর্ণ সুযোগ, নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায়, এভাবে করুন আবেদন
জানুয়ারী ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম পে কমিশন আসার আগে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে। খুব শীঘ্রই এই সংক্রান্ত সুখবর আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
‘আমাদের পছন্দ ইসলাম, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা করে’, TMC বিধায়কের দাবিতে শোরগোল