অপেক্ষার অবসান! অবশেষে DA বাড়ছে সরকারি কর্মীদের, শীঘ্রই বড়সড় ঘোষণা করার পথে সরকার

Published on:

Published on:

dearness allowance(28)

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য কোনও ভালো খবর না আসলেও খুব শীঘ্রই শিঁকে ছিঁড়তে চলেছে কেন্দ্রের কর্মীদের জন্য। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হতে চলেছে। তাও দীপাবলির আগেই।

এ বারে কতটা DA বৃদ্ধি পাবে? Dearness Allowance

ভারতের এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগী উৎসবের মরসুমে ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। চলতি বছরের জন্য দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর আসতে পারে। সেক্ষেত্রে দীপাবলির আগেই লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের লটারি লাগছে।

শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর উপর ভিত্তি করে DA গণনা হয়। সাম্প্রতিক AICPI তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে, আগামী ১ জুলাই ২০২৫ থেকে অন্তত তিন শতাংশ হারে ডিএ বাড়তে চলেছে। উল্লেখ্য, নিয়ম করে বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে। এবারের নতুন ডিএ-র হার ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হয় ডিএ। কর্মীরা জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া বেতন হাতে পান।

ডিএ ৫৫% থেকে বেড়ে ৫৮%-এ পৌঁছাবে!

বর্তমানে ৫৫% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এ বার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ৪% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শোনা যাচ্ছে।অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠক থেকে ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

dearness allowance(19)

আরও পড়ুন: চ্যালেঞ্জ করেও লাভ হল না! হাইকোর্টের রায়ই বহাল, সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য

উল্লেখ্য, এর আগে বছরের শুরুতে মাত্র ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেয়েছিল। সেই সময় ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ হয়। যা নিয়ে কিছুটা হতাশ ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এবারে আর আক্ষেপ থাকবে না। কারণ ডিএ ৫৮-৫৯ শতাংশে পৌঁছে যেতে পারে। এদিকে ২০২৬ সালের জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম পে কমিশন। তার আগে সপ্তম বেতন কমিশনের আওতায় শেষ বেতন বৃদ্ধিতে হতাশ হবেন না সরকারি কর্মীরা।