পুজোর আগেই সুখবর দিয়ে DA বাড়তে চলেছে সরকারি কর্মীদের, কত শতাংশ? সামনে লেটেস্ট আপডেট

Published on:

Published on:

dearness allowance

বাংলা হান্ট ডেস্কঃ কিছুতেই বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে জট খুলছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও রাজ্য সরকারি কর্মীদের ২৫% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি সরকার। উল্টে ছয় মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দরবারে রাজ্য। গত সপ্তাহে টানা তিন দিন ডিএ মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে।আগামী ২৬ অগাস্ট ফের এই মামলা উঠবে সর্বোচ্চ আদালতে। তবে সমানে অপেক্ষা বাড়ায় ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের।

ফের ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের | Dearness Allowance

রাজ্য যখন বকেয়া মহার্ঘ ভাতা ক্রমশ উত্তাপ চড়ছে সেই সময় বড়সড় সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য। চলতি বছরের জন্য দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার।

খুব শীঘ্রই ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। যা প্রায় ১ কোটি কর্মচারী এবং পেনশনভোগীদের কাছে বিশেষ স্বস্তির খবর। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২০২৫ সালের জুলাই মাসের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছেন।

একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এ বার ৩% ডিএ বৃদ্ধি পেতে পারে। এর আগে বছরের শুরুতে মাত্র ২% হারে ডিএ বৃদ্ধি পেয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কেন্দ্রের তরফে। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ্য ভাতা সংশোধন করা হয়। নিয়ম করে বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে।

বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। তার সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে। যার ঘোষণা দীপাবলির সময় হতে পারে।

dearness allowance

আরও পড়ুন: নিম্নচাপের জেরে ফের বাড়বে বৃষ্টি? দক্ষিণবঙ্গের কোন কোন জেলা আজ ভিজবে? আবহাওয়ার খবর

২০২৫ সালের জুলাই থেকে যদি মহার্ঘ্য ভাতা ৩% বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ্য ভাতা ৫৫% থেকে বেড়ে ৫৮ শতাংশে পৌঁছবে। এদিকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ কবে বাড়বে সেই নিয়ে কোনো আশার খবর এখনও সামনে আসেনি।