বাংলা হান্ট ডেস্কঃ কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। ডিএ (Dearness Allowance) ইস্যুতে তোলপাড় চলছে রাজ্যে। বকেয়া ডিএ না মিটিয়ে ফের সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছে রাজ্য সরকার। যা নিয়ে টালবাহানা অব্যাহত। এদিকে ফের এক দফায় ডিএ বৃদ্ধির অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। সপ্তম বেতন কমিশনের অধীনে শেষবারের মতো ডিএ, ডিআর বৃদ্ধি হতে পারে খুব শীঘ্রই।
ডিএ নিয়ে সর্বশেষ আপডেট | Dearness Allowance
সম্প্রতি লেবার বিউরো মে ২০২৫ সালের AICPI-IW পরিসংখ্যান প্রকাশ করেছে। যাতে ফের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য জুলাই-ডিসেম্বর প্রত্যাশিত মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির বিষয়ে বলা হয়েছে। তথ্য বলছে, ২০২৫ সালের মে মাসের জন্য সর্বভারতীয় সিপিআই-আইডব্লিউ ০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪৪.০ এ পৌঁছেছে।
কী বলছে পরিসংখ্যান?
মার্চ, এপ্রিল এবং মে, গত তিন মাসে AICPI-IW এর পরিসংখ্যান বৃদ্ধি থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের প্রত্যাশিত ডিএ ও ডিআর প্রায় ৫৮ শতাংশের উপরে চলে যেতে পারে। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করেই, একাধিক মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% হারে ডিএ বৃদ্ধি পেতে পারে।
জানুয়ারী ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। তার আগে সপ্তম পে কমিশনের আওতায় ডিএ ৫৮ শতাংশে পৌঁছে যেতে পারে বলে অনুমান। যদিও কিছুদিন আগেই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, এবার সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাত্র দু’শতাংশ ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও কেন্দ্র তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: জাতীয় পতাকা অবমাননার পর এবার খুন! চিন্ময়কৃষ্ণ দাসকে প্রধান আসামির তকমা দিল বাংলাদেশ
উল্লেখ্য, প্রতি বছর দু’দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। সাধারণত ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে এই নতুন মহার্ঘভাতা কার্যকর হয়ে থাকে। যদিও ডিএ বৃদ্ধির ঘোষণা মূলত মার্চ ও সেপ্টেম্বর মাসে করা হয়। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মীরা।