বড় খবর! বহু প্রতীক্ষার পর অবশেষে ‘এই’ দিন বাড়ছে DA, বেজায় খুশি সরকারি কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমেই যাকে বলে সোনায় সোহাগা। পুজোর মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার। এর আগে ৪২ % হারে ডিএ পেতেন কেন্দ্র সরকারি কর্মীরা। বর্তমানে তার পরিমাণ হয়েছে ৪৬ শতাংশ।ওদিকে কেন্দ্রের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার পরই একাধিক রাজ্যও নিজের কর্মীদের সমহারে মহার্ঘ ভাতার ঘোষণা করেছে। একের পর এক রাজ্য সরকার DA থেকে শুরু করে বোনাস দিয়ে ভরিয়ে দিয়েছেন নিজেদের সরকারি কর্মীদের।

‘অভাগা’ শুধু বাংলা। কারণ মমতা সরকার রাজ্য সরকারি কর্মীদের ৬% হারে ডিএ দেয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ ও কেন্দ্র সরকারের DA-র ব্যবধান বর্তমানে ৪০ শতাংশ। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

   

সর্বোচ্চ আদালতে চলছে মামলা। যদিও সুপ্রিম কোর্টে (Supreme Court) বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এককথায় ঝুলে রয়েছে DA মামলা। পুজোর আগেই বকেয়া DA মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সরকারের নীরবতা দেখে পুজোর পর পশ্চিবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আদায় করতে আরও তীব্র অন্দোলনের নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন: বিকেল থেকেই বৃষ্টির তুলকালাম! কলকাতায় জারি হল অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে দক্ষিণবঙ্গের ৫ জেলা

আর এসবের মাঝেই এবার ফের কপাল খুলল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। নতুন বছরে বড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই তিন মাসের এআইসিপিআই সূচকের সংখ্যা এসেছে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের পরিসংখ্যান এখনও জানা যায়নি। এখন পর্যন্ত যার বৃদ্ধির পরিমাণ ২ দশমিক ৫০ শতাংশ।

da hike

জানিয়ে রাখি, শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত CPI-IW সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গণনা করা হয়। বর্তমান ডিএ হার ৪৬ শতাংশ। যদিও সপ্তম বেতন পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ২.৫ শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার ওপর ভিত্তি করে যদি অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে এই হারে ডিএ বাড়তে থাকে, তাহলে মহার্ঘ ভাতা ফের ৪ শতাংশ হারে বাড়তে পারে জানুয়ারিতে। ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। অর্থাৎ এই বছর শেষ হতে না হতেই ফের বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর