২ শতাংশেরও কম! DA বাড়ল এই সরকারি কর্মীদের

Published on:

Published on:

dearness allowance

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ডিএ (Dearness Allowance) ইস্যুতে টানাপোড়েন অব্যাহত। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। এখনও বকেয়া ডিএ মেলেনি। বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তবে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ এতে খুশি নন। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সরব তারা।

DA বাড়ল এই সরকারি কর্মীদের- Dearness Allowance

খুব শীঘ্রই ফের এক দফায় ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। তবে এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়বে তা নিয়ে কোনও আপডেট নেই এখনও। তবে যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে তাই মনে করা হচ্ছে ২০২৬ সালের আগেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এসবের মধ্যেই মহার্ঘ ভাতা বাড়ল ব্যাঙ্ক কর্মচারীদের।

প্রসঙ্গত, চলতি মাস অর্থাৎ অগস্ট মাস থেকে ব্যাঙ্ককর্মীদের (Bank Employees) মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ছে। এমনটাই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে। আগে ১৯. ৯৭ শতাংশ ডিএ পাচ্ছিলেন ব্যাঙ্ক কর্মচারীরা। এবারে তা ১.১৬ শতাংশ বেড়ে হচ্ছে ২১.১৩ শতাংশ। চলতি মাস থেকেই এই নয়া হার প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে।

জানিয়ে রাখি, মূল্যবৃদ্ধির সূচকের (শিল্প ভিত্তিক) উপর ভিত্তি করে প্রতি তিন মাস অন্তর অন্তর মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ে বা কমে। উল্লেখ্য, জুলাই পর্যন্ত ডিএ ১.২৩ শতাংশ কমে হয় ১৯.৯৭ শতাংশ হয়েছিল। এবার তা বৃদ্ধি পেয়েছে। যা আগামী তিন মাস থাকবে।

dearness allowance

আরও পড়ুন: পূর্বপরিকল্পিত? কোচবিহারে শুভেন্দুর কনভয়ে ভয়ানক হামলা তৃণমূল বাহিনীর! ‘, দুষ্কৃতীদের’ তাণ্ডব দাঁড়িয়ে দেখল পুলিশ

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির সূচকের উপর নির্ভর করে প্রতি তিনমাস অন্তর অন্তর ব্যাঙ্ক কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ হয়। কখনও তা বাড়ে কখনও কমে। সেই হিসেবে অনুযায়ীই এবার ডিএ বাড়ল ১.১৬ শতাংশ।