বাংলা হান্ট ডেস্ক: বাংলায় রাজ্য সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ক্রমাগত। সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে মামলা। এদিকে ষষ্ঠ পে কমিশনের আওতায় ফের কবে মহার্ঘ ভাতা ভাতা বাড়বে সেই নিয়েও কোনো নিশ্চয়তা নেই। এই আবহেই আরও একদফায় সরকারি কর্মচারী (State Government Employees) এবং শিক্ষকদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি (DA Hike) করল এই রাজ্যের সরকার।
ঘটনাস্থল কেরল। শনিবার কেরলের অর্থমন্ত্রী কেএন বালাগোপাল সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস রিলিফও অর্থাৎ ডিআর বৃদ্ধির ঘোষণা করল। বর্ধিত ডিএ পাবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), অল ইন্ডিয়া টেকনিকাল এডুকেশন (এআইলিটিএ) এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অফিসাররাও।
কবে থেকে মিলবে ডিএ? Dearness Allowance
অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা বর্ধিত মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ পাবেন। ডিএ বৃদ্ধির ফলে বেতনও বাড়ছে রাজ্যের কর্মীদের। পাশাপাশি এই বর্ধিত ডিএ দিতে গিয়ে সরকারের কত খরচ হবে সেটাও বলা হয়ে। এই দফায় ডিএ বাড়ানোর জন্য রাজ্যের উপর প্রায় ২,০০০ কোটি টাকার বাড়তি চাপ আসতে চলেছে।
উল্লেখ্য, গত বছরও দু’দফায় ডিএ প্রদান করা হয়েছিল এই রাজ্যে। এখানে বলে রাখি, আগামী বছর কেরলেও বিধানসভা নির্বাচন আছে। আর পশ্চিমবঙ্গেও রয়েছে বিধানসভা নির্বাচন। এই সময়ে কেরল যখন ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকারি কর্মীদের খুশি করল, সেই সময় এ রাজ্যের কর্মীরা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: আর আফসোস নয়! এবার অনেকটাই DA বাড়বে সরকারি কর্মীদের, পুজোর মধ্যেই আসবে সুখবর?
সম্প্রতি সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলার শুনানিতেও উঠেছিল কেরলের প্রসঙ্গ। যখন পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে সওয়াল করা হচ্ছিল, সেইসময় কেরলের উদাহরণ টানা হয়। কেরল নিজস্ব ফর্মুলা মেনে ডিএ মিটিয়ে দেয় বলে শীর্ষ আদালতে সওয়াল করেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী।