সুপ্রিম কোর্টে বাংলার DA মামলা নিয়ে বিরাট আপডেট! খুশি রাজ্য সরকারি কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ আজই হতে পারে দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) মামলার শুনানির দিন। সবকিছু ঠিকঠাক চললে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে এই মামলা উঠবে। আজই সেই দিন যার দিনের অপেক্ষায় রয়েছে রাজ্যের কয়েক লক্ষ কর্মচারী। পূরণ হবে কী তাদের সমস্ত দাবি? খুলবে কপাল? অপেক্ষা কিছুক্ষণের।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রকাশিত কজলিস্ট অনুসারে, ৭ নম্বর কোর্টে বাংলার ডিএ মামলা নথিভুক্ত আছে। দুই বিচারপতির বেঞ্চে ৬০ নম্বরে নথিভুক্ত রয়েছে এই মামলা। তবে এখানেও ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। গত ৫ ফেব্রুয়ারি DA মামলার শেষ শুনানি ছিল। সেবারও বিচারপতি রায় এবং মিশ্রের বেঞ্চে ৬০ নম্বরেই ছিল এই মামলার। তবে সময়ের অভাবে সেবারে শুনানি হয়নি।

   

আজ কী ভাগ্য ফিরবে রাজ্যের সরকারি কর্মীদের? যারা রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন তারা ফিরে যাবেন বাড়ি? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। প্রসঙ্গত বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যদিও মে থেকে সেই হার বাড়বে।

গত ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট পেশ করে আরও ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মমতা। সেই মতো মে মাস থেকে ১৪ শতাংশ হারে ডিএ পাবেন। তবে এতে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা। কারণ বহুদিন থেকে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে আন্দোলন চালাচ্ছেন তারা।

da hike

আরও পড়ুন: আজই কাটা হবে সেলাই! কপালে ব্যান্ডেজ বেঁধেই গার্ডেনরিচে দুর্ঘটনাস্থলে ছুটলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ রাজ্যের সাথে কেন্দ্রের ডিএ এর ব্যবধান ৩৪%। আর এই নিয়েই ক্ষোভে ফুঁসছেন তারা। এদিকে আজকের এই শুনানি প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘শুধুমাত্র আমাদের DA মামলাটি ফাইনাল ডিজপোজাল হিসেবে স্থান পেয়েছে’। এখন শেষ পর্যন্ত ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠে কী না, উঠলেও কোন মোড় নেয় সেই দিকেই তাকিয়ে সকলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর