বিরাট খবর! ভোটের আগেই DA নিয়ে বার্তা দিলেন মমতা, শীঘ্রই কপাল খুলছে সরকারি কর্মীদের?

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (DA) ইস্যু নিয়ে রীতিমতো ধুন্ধুমার রাজ্যে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে বিক্ষোভ, আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employee’s)। তবে ডিএ কী আর হাতের মোয়া? মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে একদিকে নিজের অবস্থানে অনড় মমতা সরকার। ওদিকে সরকারি কর্মীরাও নাছোড়বান্দা। হাইকোর্ট পেরিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। অপেক্ষা শুনানির। আর এবার লোকসভা ভোট শুরু হওয়ার ৩ দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় শোনা গেল ডিএ বার্তা।

গত ফেব্রুয়ারী মাসে বাজেট পেশ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই মত চার শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। প্রসঙ্গত, এর আগে ১০ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। তা বাড়িয়ে বর্তমানে ১৪ শতাংশ করা হয়েছে।

ওদিকে কেন্দ্র সরকার বর্তমানে নিজের কর্মীদের ৫০% হারে ডিএ দেয়। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে রাজ্য সরকারি কর্মীরা। এর আগে ডিএ আন্দোলনকারীরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকেও বহুবার আক্রমণ করেছেন। তবুও গত বছর থেকে অনেকটাই ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের।

আগে তিন শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। গত বছর বাজেটে সেই ডিএ বৃদ্ধি পেয়ে হয় ৬%। এরপর গতবছর ডিসেম্বরে বড়দিনের অনুষ্ঠাম মঞ্চ থেকে ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৪% বাড়ানো হয় ডিএ। এর ফলে ডিএ হয় ১০ শতাংশ। এরপর এ বছর বাজেটেও ৪% ডিএ বাড়ানো হয়। তবে তাতেও মন ভরেনি রাজ্য সরকারি কর্মীদের। লাগাতার আন্দোল চালাচ্ছেন তারা।

এই আবহেই এবার ডিএ ইস্যুতে মন্তব্য করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার কোচবিহারে ভোট। এই আবহে গতকাল কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘বলছে আয়ুষ্মান ভারত করেনি। কেন করব আমরা? একটা স্কুটার যার তাকে দেবে না। এই রকমভাবে করলে কতজন পেত? আমরা তো এই সব দেখি না।’

mamata da 2

আরও পড়ুন: কোন কোন পরিস্থিতিতে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী? ভোটের আগে স্পষ্ট করে দিল কমিশন

এরপরই মমতা বলেন, ‘মে মাসে সরকারি কর্মীরা আরও চার শতাংশ ডিএ পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মীদের টাকা বাড়িয়েছি। এরা অনেক কাজ করেন। হেল্পারদের টাকা বাড়িয়েছি। আমরা অনেকের ভাতা বাড়িয়েছি। সাম্মানিকও বাড়িয়েছি।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর