বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশ জুড়ে চলছে বাগদেবীর আরাধনা। এই আবহে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর উঠে আসছে। ডিএ বাবদ ২২ হাজার টাকারও বেশি ঢুকতে চলেছে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। এই খবর আসার পর উচ্ছ্বসিত সরকারি কর্মীরা। আগামী হোলির আগেই এই টাকা ঢুকতে পারে ব্যাংক অ্যাকাউন্টে।
একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, চলতি ফেব্রুয়ারি বা আগামী মার্চ মাসে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। ফলে জানুয়ারি থেকে মার্চ মাস, তার সাথে এপ্রিল মাসের বেতন যুক্ত হয়ে মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই আগামী মার্চ মাস কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য লক্ষ্মী মাস হতে পারে।
আরোও পড়ুন : আর হবে না সমস্যা, বিশ্বের এই দেশগুলিতে আরামে ব্যবহার করতে পারবেন ভারতের UPI, দেখুন তালিকা
জানা যাচ্ছে এই DA কার্যকর হতে পারে চলতি বছরের জানুয়ারি মাস থেকে। সরকার মহার্ঘ ভাতার ঘোষণা করলে জানুয়ারি থেকে মার্চ মাসের ভাতা যুক্ত হবে কর্মীদের বেতনের সাথে। তার সাথে থাকবে এপ্রিল মাসের ভাতা। ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে সরকার।
১লা জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে এই মহার্ঘ ভাতা। কর্মরত কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও এই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। সপ্তম বেতন কমিশনের অধীনে লেভেল ১ থেকে ১৮ পর্যন্ত বিভিন্ন গ্রেড পে তে বিভক্ত সরকারি কর্মচারীদের বেতন। মহার্ঘ ভাতা এক্ষেত্রে গণনা করা হয়ে থাকে গ্রেড পে ও ভ্রমণ ভাতার সাথে।