দুঃসংবাদ! আর দেওয়া হবে না DA, কর্মী অসন্তোষের মাঝেই বড়সড় সিদ্ধান্তের পথে এগোল রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের দৈনিক মজুরি প্রাপ্ত কর্মচারীদের জন্য দুঃসংবাদ শোনাল রাজ্য সরকার। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সকল কর্মচারীরা আর স্থায়ী কর্মচারীদের মতন বেতন পাবেন না। এমনকি পহেলা নভেম্বর থেকে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন না এই দৈনিক মজুরি প্রাপ্ত কর্মচারীরা।

২০২৩ সালের ১ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের বিভিন্ন বিভাগে কর্মরত দৈনিক মজুরির কর্মীরা পাবেন না মহার্ঘ ভাতার সুবিধা। সরকারের এই সিদ্ধান্তের ফলে রীতিমতো বিস্মিত হয়েছেন বন বিভাগ ও অন্যান্য বিভাগের দিনমজুর কর্মচারীরা, যারা এতদিন স্থায়ী কর্মচারীদের মতো মহার্ঘ ভাতা পেয়ে আসছিলেন।

আরোও পড়ুন : আর নেই চিন্তা! এইভাবে LPG সিলিন্ডার বুক করে পেয়ে যান দুর্দান্ত ছাড়, গ্রাহকদের জন্য শুরু দুর্ধর্ষ অফার

রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (অর্থ) আনন্দ বর্ধনের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, ন্যূনতম বেতন স্কেল এবং মহার্ঘ ভাতা দেওয়া আর্থিক নিয়মের পরিপন্থী দৈনিক মজুরির কর্মচারীদের। আইনত এই নিয়মের ভিত্তি নেই। সূত্রের খবর আদালত অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছে, বন বিভাগের যে ৬১১ জন দিনমজুর ন্যূনতম মজুরির পাশাপাশি মহার্ঘ ভাতাও নিচ্ছেন তাদের অবিলম্বে মহার্ঘ ভাতা বন্ধ করতে হবে।

Dearness allowance

এছাড়াও ন্যূনতম ভাতা নিচ্ছেন আরো কয়েকটি বিভাগের দিনমজুররা। তাদের এই টাকা দেওয়া হচ্ছে মাসিক ভিত্তিতে। অর্থ বিভাগ পর্যবেক্ষণ করেছে, দৈনিক শ্রমিকদের মজুরি হওয়া উচিত কর্ম দিবসের উপর ভিত্তি করে। সে ক্ষেত্রে শ্রম বিভাগের নির্দেশে দৈনিক মজুরি প্রাপ্ত কর্মচারীরা ন্যূনতম ভাতার পাশাপাশি মহার্ঘ ভাতার সুবিধা নিচ্ছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর