সারপ্রাইজ! হঠাৎ DA বৃদ্ধি করল রাজ্য সরকার, কত শতাংশ? সরকারি কর্মীদের জন্য জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরে বাংলায় ডিএ (Dearness Allowance) ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের (State Government Employees) একাংশ। বহু কাঠখড় পুড়িয়েও মেলেনি কাঙ্খিত ডিএ। ওদিকে আগামীকালই ডিএ সংক্রান্ত মামলা উঠতে চলছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে সুখবর এল এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য। জানানো হল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে।

কতটা বাড়ল ডিএ? Dearness Allowance

ঘটনাস্থল সিকিম। সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হচ্ছে। ফের এক দফায় তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সবমিলিয়ে এবার থেকে কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা।

২০২৪ সালের ১ জুলাই থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদানের কথা জানানো হয়েছে। অর্থাৎ বকেয়াও মিলবে। উল্লেখ্য, এতদিন ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবারের তা বেড়ে হল ৫৩ শতাংশ। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরাও এই হারেই ডিএ পাবেন।

আবার রাজ্য জানিয়েছে, যে সকল সরকারি কর্মচারীরা পুরনো বেতন কাঠামোর আওতায় আছেন, তাদেরও ডিএ বৃদ্ধি করা হচ্ছে। একধাক্কায় সাত শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে তাদের। উল্লেখ্য, এতদিন তারা ২৩৯ শতাংশ হারে ডিএ পেতেন। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২৪৬ শতাংশ হারে ডিএ পাবেন তারা।

7th Pay Commission Central Government employees Dearness Allowance DA hike update

আরও পড়ুন: সুপ্রিম-সমালোচনার পরেই বড় সিদ্ধান্ত! ‘এই’ আইন বদলাল কলকাতা হাইকোর্ট! জোর শোরগোল

এদিকে ফের ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রও। কেন্দ্রীয় সরকার এখনও ডিএ বৃদ্ধির কোনও ঘোষণা করেনি। তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল দোলের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে এখনও কোনো খুশির খবর দিতে পারেনি। তবে খুব শীঘ্রই সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

)?$/gm,"$1")],{type:"text/javascript"}))}catch(e){d="data:text/javascript;base64,"+btoa(t.replace(/^(?:)?$/gm,"$1"))}return d}-->