বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর শুরু হতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এল বড় স্বস্তির খবর। ২০২৬ সালের জানুয়ারি থেকেই মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) এবং ডিয়ারনেস রিলিফ বেড়ে ৬০ শতাংশে পৌঁছাতে চলেছে। লেবার ব্যুরোর প্রকাশিত সর্বশেষ সূচক সেই ইঙ্গিতই দিচ্ছে।
২০২৬-এর শুরুতেই ডিএ (Dearness Allowance) ৬০ শতাংশের পথে
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ২০২৬ সালের শুরুতেই অত্যন্ত সুখবর মিলেছে। লেবার ব্যুরো প্রকাশিত সর্বশেষ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW) অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং ডিয়ারনেস রিলিফ (DR) ৬০ শতাংশে পৌঁছানো প্রায় নিশ্চিত হয়ে গেছে। ৩১ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত নভেম্বর মাসের এই সূচক কেন্দ্রীয় কর্মীদের বেতনে বড়সড় প্রভাব ফেলতে চলেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ লেবার ব্যুরো ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে নভেম্বর মাসের AICPI-IW সূচক প্রকাশ করে। এই তথ্য অনুযায়ী, কনজিউমার প্রাইস ইনডেক্সে ০.৫ পয়েন্ট বৃদ্ধি হয়েছে। ফলে সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৪৮.২ পয়েন্টে। এই বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে ডিএ হিসাবের উপর। শিল্পাঞ্চলগুলিতে জীবনযাত্রার খরচ বাড়ার প্রতিফলনই ধরা পড়েছে এই সূচকে।
জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ধারাবাহিক বৃদ্ধি
জুলাই ২০২৫ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত সূচকে ধারাবাহিক বৃদ্ধির ছবি স্পষ্ট—
- জুলাই ২০২৫: সূচক ১৪৬.৫, ডিএ ৫৮.৫৩%
- আগস্ট ২০২৫: সূচক ১৪৭.১, ডিএ ৫৮.৯৪%
- সেপ্টেম্বর ২০২৫: সূচক ১৪৭.৩, ডিএ ৫৯.২৯%
- অক্টোবর ২০২৫: সূচক ১৪৭.৭, ডিএ ৫৯.৫৮%
- নভেম্বর ২০২৫: সূচক ১৪৮.২, ডিএ ৫৯.৯৩%
এই ধারাবাহিক বৃদ্ধিই ডিএ-কে ৬০ শতাংশের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে।
কেন ডিএ ৬০ শতাংশ প্রায় নিশ্চিত?
বর্তমান হিসাব অনুযায়ী, ১২ মাসের গড় ধরলে ডিএ ৬০ শতাংশে পৌঁছানো কার্যত নিশ্চিত। ডিসেম্বর ২০২৫-এর সূচক এখনও প্রকাশিত হয়নি, তবে ট্রেন্ড বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ডিসেম্বরের সূচক যদি ১৪৮.২-এ স্থির থাকে, ডিএ হবে ৬০.৩৪%, সূচক বেড়ে ১৫০.২ হলে ডিএ দাঁড়াবে ৬০.৫৩%, এমনকি সূচক কমে ১৪৬.২ হলেও গড় হিসেবে ডিএ ৬০ শতাংশেই থাকবে। সরকার সাধারণত দশমিকের পরের সংখ্যা বাদ দিয়ে পূর্ণ সংখ্যাই ঘোষণা করে। ফলে ৬০.০০% থেকে ৬০.৯৯%, যাই হোক, ঘোষণা হবে ৬০ শতাংশ ডিএ।
অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরে বড় প্রভাব
এই ডিএ বৃদ্ধি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ ১ জানুয়ারি ২০২৬ থেকেই অষ্টম কেন্দ্রীয় পে কমিশন (8th Pay Commission) কার্যকর হওয়ার সময়সীমা শুরু হচ্ছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নতুন পে কমিশন কার্যকর হলে বিদ্যমান ডিএ বেসিক পে-এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং নতুন বেতন কাঠামোয় ডিএ (Dearness Allowance) শূন্য থেকে শুরু হয়। এই ৬০ শতাংশ ডিএ অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ‘ইনফ্লেশন বাফার’ হিসেবে কাজ করবে।

আরও পড়ুনঃ সাক্ষ্যগ্রহণের পর ফের জেরা নয়, পকসো মামলায় দৃষ্টান্তমূলক বার্তা দিল কলকাতা হাই কোর্ট
কবে হবে আনুষ্ঠানিক ঘোষণা?
সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের মার্চ বা এপ্রিল মাসে এই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর হবে এবং কর্মচারীরা এরিয়ার্সও পেতে পারেন। নতুন পে কমিশনের যুগে প্রবেশের আগে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপে এই ২ শতাংশ ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।












