পুজোর আগেই মহাসংকট! বড় ঘোষণা DA আন্দোলনকারীদের, বিপাকে পড়তে চলেছে রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের ডাকে ফের একবার দুই দিনের কর্ম বিরতি হাতে চলেছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তারা দুই দিনের কর্ম বিরতি পালন করবেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী (AICPI) মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) প্রদান-সহ একগুচ্ছ দাবিতে।

প্রসঙ্গত কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে এই সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে। আগামী ১০ অক্টোবর (মঙ্গলবার) এবং ১১ অক্টোবর (বুধবার) রাজ্যজুড়ে পালন করা হবে কর্ম বিরতি। সংগ্রামী যৌথ মঞ্চ জানাচ্ছে AICPI মেনে কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে এই দুইদিন রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করবেন না।

   

আরোও পড়ুন : এই মা-বাবারা কখনোই চান না সন্তানের ‘ভালো হোক’! অবাক লাগছে? ব্যাখা দিয়েছেন স্বয়ং চাণক্য

পুজোর আগে ঠিক কোন কোন দাবিতে কর্ম বিরতির ডাক দিয়েছে যৌথ সংগ্রামে মঞ্চ? সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি পদে স্বচ্ছতার সাথে নিয়োগ, AICPI মেনে কর্মীদের মহার্ঘ ভাতা, ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলির সিদ্ধান্ত প্রত্যাহার ও যোগ্য কর্মীদের স্থায়ীকরণের দাবিতে এই কর্ম বিরতি পালন করা হবে।

আরোও পড়ুন : সুগন্ধী ‘গোবিন্দভোগে’র জয়জয়কার! মিলবে ‘বিশেষ’ সম্মান, স্বীকৃতি পেতে চলেছে বাংলার এই জেলা

সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা এই কর্ম বিরতি নিয়ে এখনো রাজ্যের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে আন্দোলনকারীরা যখন এই বছরের শুরুতে কর্ম বিরতির ডাক দিয়েছিলেন তখন রাজ্য সরকার কড়া মনোভাব পোষণ করেছিল। নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। অনেকের ধারণা এবারও সরকার সেই পথে হাঁটতে পারে।

Dearness allowance

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় পাচ্ছেন ৪২ শতাংশ ডিএ। তবে দীপাবলীর আগেই এই পরিমাণ ৪৫ শতাংশে যেতে পারে বলে খবর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর