DA বেড়ে পঞ্চাশ শতাংশ, নববর্ষেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য! কতটা বাড়বে বেতন?

বাংলাহান্ট ডেস্ক : নববর্ষের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য চলে এলো এক দুর্দান্ত সংবাদ। ফের এক ধাক্কায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরো খানিকটা বেড়ে যাবে বলেই সূত্রের খবর। ডিএ বেরে হবে প্রায় ৫০ শতাংশের কাছাকাছি। সপ্তম পে কমিশনের অধীনে বর্তমানে সরকারি কর্মচারীরা প্রায় ৪২ শতাংশ ডিএ (Dearness Allowance) পেয়ে থাকেন। তবে জুলাই সেটা আরো খানিকটা বাড়বে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, সরকারি কর্মচারীদের জন্য জানুয়ারি মাসে ৪ শতাংশ ডিএ বেরেছিল। সেই হিসেবেই কেন্দ্রীয় কর্মচারীরা (Central Government Employees) ৪২ শতাংশ ডিএ পান। পরিকল্পনা অনুসারে জুলাইয়ে বাড়তে পারে আরোও ৪ শতাংশ ডিএ। শুধু তাই নয়, সব মিলিয়ে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত করা হতে পারে। বাড়ি ভাড়া ভাতাও সংশোধন করে বাড়ানো হবে ৩ শতাংশ।

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নিয়ম অনুযায়ী, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা থাকলে তা সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে যোগ হবে। অর্থাৎ বেড়ে যাবে কর্মচারীদের মূল বেতনই। ২০১৬ সালে কার্যকর করা হয়েছিল সপ্তম বেতন কমিশন। কেন্দ্রীয় সরকার যদি ডিএ ৫০ শতাংশ করে, তাহলে বেতনে বড় বৃদ্ধি দেখা যাবে। তাই নতুন করে আশায় বুক বাঁধছে সরকারি কর্মীরা।

Dearness allowance

সরকারি কর্মচারীদের বেতন বছরে দুবার বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। প্রথমবার বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি ও দ্বিতীয়বার ছয় মাস পর জুলাই মাসে তা বাড়ানো হয়। তবে এই বৃদ্ধি কতটা হবে তা নির্ভর করে মূল্যস্ফীতির ক্রমের উপর। ভারতেও মুদ্রাস্ফীতির হার দ্রুত বাড়ছে বলে মনে হচ্ছে। তবে ডিএ বাড়বে। অনুমান করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই সুখবর পাবেন সরকারি কর্মীরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর