বাংলা হান্ট ডেস্ক: ব্রাজিলে (Brazil) ফের ভয়ঙ্কর রক্তক্ষয়ী অভিযান। রিও ডি জেনেইরোর রাস্তায় চলছে পুলিশের মাদক বিরোধী অভিযান, আর সেই অভিযানকে ঘিরেই গোটা শহর রণক্ষেত্র। সরকারি হিসাবে, এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৩২ জনের। মৃতদের মধ্যে রয়েছেন চারজন পুলিশ অফিসারও। এই ঘটনাকে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী অ্যান্টি-নারকোটিক্স অপারেশন হিসেবে দেখা হচ্ছে। সিওপি৩০ ক্লাইমেট সামিটের ঠিক আগেই রিও ডি জেনেইরোর মতো গুরুত্বপূর্ণ শহরে এমন ব্যাপক রক্তক্ষয়ী অভিযান দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে।
মাদকবিরোধী অভিযানে রণক্ষেত্র ব্রাজিল (Brazil):
বুধবার সকাল থেকেই ব্রাজিলের (Brazil) রিওর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ব্রাজিলিয়ান পুলিশ। লক্ষ্য, কুখ্যাত মাদক চক্র ‘কম্যান্ডো ভেরমেলহো’ (Comando Vermelho)। এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই রিও ও আশপাশের এলাকাগুলিতে মাদক পাচার, অর্থ তছরুপ এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। ব্রাজিল পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছর ধরে এই চক্রের উপর নজরদারি চালানো হচ্ছিল। সেই তদন্তের ভিত্তিতেই এই বৃহৎ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নিয়েছেন প্রায় আড়াই হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী।
ব্রাজিলের (Brazil) রিও ডি জেনেইরোর গভর্নর ক্লডিও কাস্ট্রো জানিয়েছেন, তাঁদের সরকার মাদক চক্র ধ্বংস করতে দৃঢ়প্রতিজ্ঞ। আগের অভিযানগুলোর তুলনায় এবার মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ। এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অনেকে কুখ্যাত ড্রাগ কিংপিন বলে জানা গেছে। তাঁরা মাদক পাচার ছাড়াও আর্থিক অপরাধ ও দুর্নীতির সঙ্গেও যুক্ত বলে পুলিশের দাবি।
অভিযানের সময় তীব্র গোলাগুলি ও ধোঁয়ার বিস্ফোরণ দেখা যায়। পুলিশের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বহু সশস্ত্র দুষ্কৃতী গ্যাং সদস্য জঙ্গলে পালিয়ে যাচ্ছে। ব্রাজিলের (Brazil) রিওর উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্যাংয়ের সদস্যরা পুলিশের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় এবং ৭০টিরও বেশি বাস আটকিয়ে রাস্তায় আগুন লাগিয়ে দেয়। ফলে শহরের অনেক রাস্তা বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবসতিপূর্ণ এলাকায় সংঘর্ষ চলায় প্রশাসন জরুরি পদক্ষেপ নেয়—বন্ধ করে দেওয়া হয় ৪৬টি স্কুল এবং ফেডেরাল ইউনিভার্সিটি অব রিও ডি জেনেইরো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপাতত ক্যাম্পাসের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন:১৬৫ শতাংশ বৃদ্ধি পেল প্রফিট! শেয়ার বাজারে এই কোম্পানির স্টকের দিকেই নজর থাকবে সবার
এই অভিযানের পর ব্রাজিলের (Brazil) রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা ছড়িয়েছে। লিবারেল পার্টির গভর্নর কাস্ট্রো প্রেসিডেন্ট লুলা ডা সিলভার প্রশাসনকে অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগে আক্রমণ করেছেন। মানবাধিকার সংস্থাগুলি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তাঁদের দাবি, প্রতিটি মৃত্যুর তদন্ত করা হোক এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়টি খতিয়ে দেখা হোক।
এদিকে, সরকারের দাবি—এই অভিযান অপরাধীদের নির্মূল করতে এবং রিও ডি জেনেইরোকে নিরাপদ রাখতেই চালানো হয়েছে। তবে রক্তক্ষয়ী এই সংঘর্ষে সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন নতুন করে সামনে এসেছে। সিওপি৩০ ক্লাইমেট সামিটের আগে এমন ভয়াবহ ঘটনা ব্রাজিল (Brazil) প্রশাসনের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।













