একসঙ্গে ৩৮ জনের মৃত্যুদণ্ড, আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরন কেসে বিশাল বড় সিদ্ধান্ত নিলো স্পেশাল কোর্ট

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ১৩ বছর পর আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় মিলল বিচার। অপরাধী ৪৯ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ডের রায় দিল বিশেষ আদালত। বাকি ১১ জনের আজীবন কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং ইউএপি আইন অনুযায়ী এই রায় দিয়েছে বিশেষ আদালত। এত মানুষের একসঙ্গে মৃত্যুদন্ড ভারতে এই প্রথম।

২০০৮ সালের ২৬ জুলাই, টানা ১ ঘন্টা ১০ মিনিট ধরে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আহমেদাবাদ। ওই সময়ের মধ্যে বিস্ফোরণ ঘটে ২০ টি জায়গায়। এহেন ভয়াবহ নাশকতায় মৃত্যু হয় ৫৬ জনের। গুরুতর আহত হন প্রায় ২৫০ জন। বিস্ফোরণ ঘটানো হয় দুটি সরকারি হাসপাতালের সামনেও।

পুরো নাশকতার দায় স্বীকার করেছিল হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি জঙ্গি গোষ্ঠি। তদন্তে জানা যায় আহমেদাবাদের মতই সুরাটেও ৪০ টি বিস্ফোরণের ছক কষেছিল তারা। কিন্তু যান্ত্রিক গোলযোগে ভেস্তে যায় নাশকতার চক্রান্ত। ৭৭ জনকে মোট গ্রেপ্তার করা হয় এই মামলায়। এদের মধ্যে কয়েকজন সবরমতী জেল থেকে মাটির নীচে সুড়ঙ্গ পথে পালানোর পরিকল্পনা করলেও পুলিশের তৎপরতায় বানচাল হয় তা।

এই ভয়াবহ মামলার শেষ হল আজ। ধৃত ৭৭ জনের মধ্যে ২৮ জনকে বেকসুর খালাস করা হয়। বাকি ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। আজকের এই রায়ের পর কার্যতই ন্যায়বিচার পেয়ে খানিকটা হলেও শান্তির নিশ্বাস ফেললেন নাশকতায় মৃতদের পরিবার পরিজনরা।
প্রসঙ্গত, এর আগে রাজীব গান্ধী হত্যা মামলায় একসঙ্গে ২৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হলেও ৩৮ জনের একসঙ্গে মৃত্যুদন্ডের রায় দেশের ইতিহাসে এই প্রথম।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর