বাংলাহান্ট ডেস্কঃ বুধবার রাতে জামবাদ এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। ঘটনায় প্রাণ হারান বাসিন্দা শরবন সাউ। পান্ডবেশ্বরের (pandabeshwar) বিজেপি (bjp) প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) অভিযোগ করেছেন, মৃত ব্যক্তি তৃণমূলের সদস্য ছিলেন এবং তাঁকে হত্যার ছক করেই বোমা বাঁধছিলেন। দুর্ভাগ্যবশত সেই বোমা ফেটেই তাঁর মৃত্যু হয়।
সূত্রের খবর, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের জামবাদ বেনেডি এলাকায় বুধবার রাতে গোপনে বোমা বাঁধার কাজ করছিলেন এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় বেখেয়ালে সেই বোমা ফেটেই গুরুতর জখম হন ৪ জন। রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হলে, বৃহস্পতিবার সকালেই বছর ৩৮ -এর শরবন সাউ-র মৃত্যু হয়। সেইসঙ্গে আহতরাও হাসপাতাল থেকে বেপাত্তা হয়ে যায়।
ঘটনায় পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, ‘এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি। এখানে আমাকে খুনের ছক করা হচ্ছিল। এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বহুলা পঞ্চায়েতের প্রধান ও নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বীর বাহাদুর সিং’।
বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির আনা অভিযোগকে সম্পূর্ণরূপে নস্মাৎ করে দিয়ে পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, পাণ্ডবেশ্বরের মানুষ এই বিষয়ে অবগত দুষ্কৃতী, মাফিয়ারা কার সঙ্গে আছে। এই দুর্ঘটনার সঙ্গে তৃণমূলের কোনরকম সম্পর্ক নেই। তবে ওনাকে একটু সংযত থাকার পরামর্শ দেব আমি’।
ঘটনার বিষয়ে স্থানীয়দের দাবী, ওই ঘটনায় আরও কয়েকজনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। কারণে যে ঘরে বিস্ফোরণ হয়েছে, সেই বাড়িটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অণ্ডাল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।