বাংলাহান্ট ডেস্ক- আফগানিস্তানে (Afghanistan) ঘুমের মধ্যেই থরথর করে কেঁপে উঠল এলাকার সব ঘরবাড়ি। নিদ্রাচ্ছন্ন অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। একে একে হুড়মুড়িয় ভেঙে পড়ল সমস্তঘরবাড়ি। নিমেষেই শ্মশানে পরিণত হল বিস্তর অঞ্চল। ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত গোটা আফগানিস্তান। সেই ভূকম্পের আঁচ কিছুটা দিল্লি (Delhi) ও পাকিস্তানেও (Pakistan) অনুভূত হয়।
ধ্বংসস্তূপে পরিণত আফগানিস্তান (Afghanistan)
লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে কুনার (Kunar) প্রদেশ। রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে শুধু কুনারেই অন্তত ৮০০ মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যেই আহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। আফগানিস্তানের (Afghanistan) পাশাপাশি পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ভারতের দিল্লি-সহ বেশ কিছু এলাকা ভূমিকম্পের অভিঘাতে কেঁপে ওঠে। মাটি থেকে মাত্র আট কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। ভূপৃষ্ঠের এত কাছে উৎস হওয়ার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হয়ে উঠেছে। ধ্বংসস্তূপে আটকে পড়েছেন বহু মানুষ। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুন:- ট্রাম্পের “শুল্কবোমা”-র নামমাত্র প্রভাব ভারতীয় অর্থনীতিতে! কী জানালেন মোদীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা?
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠক শেষ করেই তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “আফগানিস্তানে ভূমিকম্পে এত প্রাণহানি দেখে আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে স্বজনহারাদের পরিবারের জন্য প্রার্থনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আফগানিস্তানের (Afghanistan) জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত আছে ভারত।” প্রধানমন্ত্রী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা বিপর্যস্ত আফগানিস্তানের (Afghanistan) পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। রাষ্ট্রসংঘ (United Nations) ইতিমধ্যেই জরুরি সাহায্য ঘোষণা করেছে। কয়েকটি মানবিক সংস্থাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
ভূমিকম্পের ফলে কুনারের একাধিক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অগণিত ঘরবাড়ি ভেঙে পড়েছে, ভেঙে গিয়েছে রাস্তাঘাট ও পরিকাঠামো। অসংখ্য পরিবার এক মুহূর্তে গৃহহীন হয়ে পড়েছে। এখনও পর্যন্ত বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে আশঙ্কা। স্থানীয় প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় বিপর্যস্ত পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।
আরও পড়ুন:-রুশ তেল কেনায় ভারতের ব্রাহ্মণরা হচ্ছেন লাভবান! ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার
বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান ভৌগোলিকভাবে একেবারেই ভূমিকম্পপ্রবণ দেশ। ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে, হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানভূম। এর আগে ২০২৩ সালের অক্টোবরে পশ্চিম আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০০০ মানুষের প্রাণহানি হয়েছিল। ইতিহাসে বারবার ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে আফগানিস্তান, আর সেই মর্মান্তিক স্মৃতি আবারও ফিরে এল রবিবার রাতে।