প্রথমবার দাঁড়িয়েছেন ভোটে, এরই মাঝে বিরাট ঘোষণা করে সকলকে চমকে দিলেন দেবাংশু

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে জাতীয় রাজনীতির সঙ্গে পাল্লা দিয়েছি উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। রবিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জনসভা থেকে মেদিনীপুরকে গদ্দারের মাটি বলেছিলেন। এরই প্রতিবাদে ‘শুভেন্দু গড়’ নন্দীগ্রামে তৃণমূলের (Trinamool Congress) পার্টি অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি।

নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে কাছে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় গেরুয়া বাহিনী। অভিযোগ, এরপর সেই অফিসে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। এদিকে বিজেপির পাল্টা দিতে ময়দানে নামে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। কর্মী সমর্থকেদের সাথে নিয়ে ওই পার্টি অফিস উদ্ধার করেন শাসকদলের এই নেতা।

রবিবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নন্দীগ্রামের ২ ব্লকের বিরুলিয়ায় বিজেপির কর্মী-সমর্থকরা প্রথমে তৃণমূলের পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পোড়ানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল। এরপরই জোড়াফুল শিবিরের সেই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেই এলাকায় গিয়ে নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করেন দেবাংশু।

এই ঘটনার পর কড়া হুঁশিয়ারি দিয়েছি দেবাংশু বলেন, ‘আমরা মারামারি, হিংসায় বিশ্বাসী নই। শান্তিপূর্ণ নির্বাচন হোক। কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর পরামর্শে বিজেপির একদল গুন্ডা আমাদের পার্টি অফিসের সামনে ওদের দলের পতাকা লাগিয়ে দিয়ে গিয়েছে। এত স্পর্ধা ওদের? আমরা একটা চুটকি মারলে, রাজ্যে তাদের একটা পার্টি অফিস থাকবে তো? গোটা নন্দীগ্রাম জুড়ে ওরা কত সন্ত্রাস করে আমরা দেখব?’

nandigram tmc party office occupied by bjp

আরও পড়ুন: দীর্ঘ তদন্ত! প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে হাইকোর্টে রিপোর্ট দিল CBI, আর কার নাম উঠে এল?

এরপরই ঘটনাস্থলে দাঁড়িয়েই নন্দীগ্রাম জুড়ে কুইক রেসপন্স টিম গঠনের ঘোষণা করে দেন দেবাংশু। তৃণমূল প্রার্থী জানান, নির্বাচনের সময় নন্দীগ্রামে বিজেপি কোনো গন্ডগোল করলে সেই টিম তৃণমূল কর্মীদের সাহায্য করবে। খবর পাওয়ার পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম এমনটাই ঘোষণা করেন দেবাংশু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর