এত বেশি! অভিষেক-মমতার ভবিষ্যদ্বাণী ডুবিয়ে বিজেপিকে অনেক আসন দিলেন দেবাংশু

বাংলা হান্ট ডেস্ক: এক্কেবারে গোধূলিবেলায় এসে পৌঁছেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। আগামী ১ জুন ভোট সপ্তমী মিটলেই ৪ জুন ফলাফল ঘোষণার অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়ে যাবে গোটা দেশবাসীর। কিন্তু বাংলায় ফলাফল কি হতে চলেছে তা নিয়ে মাথা থার শেষ নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের।

তাই ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার আগে থেকেই একে একে আসতে চলেছে নানান ভবিষ্যদ্বাণী (Prediction)। যদিও এবার রাজ্যে আরও চওড়া থাবা বসাতে মরিয়া বিজেপি। আর এই ব্যাপারে তারা যে সফল হবে তা একপ্রকার নিশ্চিত কেন্দ্রের বিজেপি সরকার। তাই ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার আগেই রাজ্যের আসন সংখ্যা বৃদ্ধি  নিয়ে ইতিমধ্যেই বড় ঘোষণা করে ফেলে ফেলেছে বিজেপি (BJP)।

অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল-ও  একশো শতাংশ নিশ্চিত এবার রাজ্যে তাদের আসন সংখ্যা একটি হলেও বাড়তে চলেছে। এবার নিজের মতামত জানিয়ে কার্যত অংক কষে ভোটের ফলাফল জানালেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে সরাসরি বিজেপির ভোট কুশলী পিকের নাম করে লিখেছেন, ‘পিকের কথা ভুলে যান আমি করছি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎবাণী। ২০১৯ সালে টিএমসি পেয়েছিল ২২টি আর বিজেপি পেয়েছিল ১৮টি আসন। এবার ২০২৪ সালে তৃণমূলের ট্যালি শুরু হবে ২৩ থেকে বিজেপির ট্যালি শুরু হবে ১৭র নীচের দিকে।’

তারপরেই মুখ্যমন্ত্রীর প্রিয় এই যুবনেতার সংযোজন, ‘এটা বলা যাবে না যে দুটি পার্টির এই হিসেব কোথায় গিয়ে শেষ হবে। আমি যদি এটা পরিষ্কার ভাবে বলি তাহলে বলতে হবে, তৃণমূলের কমপক্ষে আসন হবে ২৩টি আর বিজেপির সর্বোচ্চ আসন হবে ১৭টি।’

আরও পড়ুন: ED-র তলব পেয়েছিলেন তিনিও, এবার ঋতুপর্ণার ডাক পড়তেই ফোঁস করে উঠলেন সায়নী

যদিও এখনও শেষ দফার ভোটের রেজাল্ট বাকি রয়েছে। তার আগে ভোটের ফলাফল নিয়ে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কিংবা অভিষেক বন্দোপাধ্যায় বিজেপির যে আসন সংখ্যা ধরেছিলেন শোনা যাচ্ছে তাতে নাকি তারা ১০’টির বেশি আসন পাবেন’ই না।

কিন্তু এদিন দেখা গেল দলের প্রধানদের হিসাবকে টেক্কা দিয়েই দেবাংশু এদিন বিজেপির আসন সংখ্যার যে হিসেব দিয়েছেন তা অনেক বেশি। আবার অনেকের মতে, বিজেপি নিজেই নিজেদের জন্য এতগুলো আসন পাবে বলে ধরেছে  কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর