বাংলা হান্ট ডেস্ক: গত এপ্রিল মাসে বাংলায় এসে আসন্ন লোকসভা নির্বাচনের টার্গেট স্থির করে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলা থেকে ৩৫ আসন বিজেপির লক্ষ্য বলে জানিয়েছিলেন তিনি। আর এবার সেই নিয়ে তোপ দাগলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
তৃণমূলের আইটি সেল-এর সভাপতি দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ৩৫টি আসন জেতার স্বপ্ন দেখেছেন। তবে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি (BJP) নেতারা ৪২টি বোলেরো গাড়ি বিক্রি করে সেই টাকা পকেটে পুড়েছেন। দুর্গাপুজো কমিটির টাকা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বারবার প্রতিবাদের মুখে পড়ছেন তাঁরা। আপনাদের ঘরটা আগে ঠিকঠাক করে গুছিয়ে রাখুন। তারপর বাংলা নিয়ে ভাবতে পারেন।’
HM @AmitShah dreams of winning 35 seats in Bengal!
Meanwhile, @BJP4Bengal leaders:
👉Pocket cash by selling off 42 Bolero cars
👉Divert funds meant for Durga Puja Committees
👉Face protests by party workers for corruptionPut your house in order, then think about Bengal, maybe?
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) November 9, 2023
দেবাংশুর এই মন্তব্যে তোলপাড় নেটপাড়া। তৃণমূলের (TMC) পক্ষে বেশ কয়েকজন মন্তব্য করলেও বিরোধী সংখ্যাও ঠিক কম নয়। এক ব্যক্তি লিখেছেন, ‘যেটা তারা করছেন, সেটা পার্টির ব্যাপার। এই নিয়ে বাইরের কারওর পরামর্শ দেওয়ার কিছু নেই। বিশেষত একটা প্রতারক দলের মুখপাত্রের তো নয়ই। আর সৌজন্যের ব্যাপারটা পরিবার থেকে গোড়াতেই শিখতে হয়।’
অন্যদিকে একজন লিখেছেন, ‘চোরের পার্টির প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়ার স্বপ্ন সফল হবে না। তৃণমূল নেতারা শিক্ষায় ১০০ কোটির দুর্নীতি, রেশনে (Ration Scam) ২৫ কোটির উপর দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, ১০০ দিনের কাজের দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, জমি দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতি বালি দুর্নীতিতে জড়িত।’
তবে অনেকেই দেবাংশুর পাশেও দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘আগে গোয়াল সামলা, পরে ভাববি বাংলা।’