‘CPM-র রক্তের দোষ কংগ্রেসের শরীরে”, কৌস্তভ মামলায় বয়ান দেবাংশুর

বাংলা হান্ট ডেস্ক : আজই গ্রেফতার হলেন আবার ছাড়াও পেয়ে গেলেন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। ভোর  তিনটে নাগাদ তাঁর ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় বড়তলা থানার পুলিস। অধীর চৌধুরী (Adhir Chowdhury) নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক বৈঠক করেছেন বলেই এই হেনস্তা বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা।

এই মুহুর্তে কৌস্তভ বাগচীকে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার কৌস্তভের সূত্র ধরে কংগ্রেসকে আক্রমণ করেন দেবাংশু ভট্টাচার্যর (Debangshu Bhattacharya)। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ‘মাতৃসমা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়েছে, পৃথিবীর কোনও কুলাঙ্গারতম পুত্রও সেই ভাষা ব্যবহার করে না।এর আগে রোদ্দুর রায় নামক এক ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উচ্চারণ অযোগ্য কিছু নোংরা ভাষা ব্যবহার করেন, তখন সিপিএম, কংগ্রেসের এইসব বর্জ্য উকিলরা ওই বর্বরের পাশে দাঁড়িয়েছিলেন।’

দেবাংশু এদিন আরও বলেন, ‘ভাবতে অবাক লাগে, সিপিএমের রক্তে যে দোষ ছিল, তা আজ কংগ্রেসেও ঢুকে গিয়েছে। অনিল বসুদের উত্তরাধিকার বহন করছে আজকের প্রজন্মের বাম, কংগ্রেসীরা। আমাদের প্রজন্মের রাজনৈতিক ছেলেমেয়েরাও যে পূর্বসূরীদের মতো এতটা বিষিয়ে যাবেন, কল্পনা করতে পারিনি৷ কোথায় ছিল নেহেরু বাজপেয়ীদের রাজনীতির ভাষা, আর কোথায় এদের৷ বঙ্গ রাজনীতির ভবিষ্যতের কথা ভাবলে বড্ড কষ্ট লাগে।’

debangshu

প্রসঙ্গত, হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে শুক্রবার গভীর রাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযোগ, ‘বিনা কারণে’ বড়তলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। কৌস্তুভের গ্রেফতারির পর কংগ্রেস এবং বাম আইনজীবীরা তাঁর পাশে দাঁড়ান। প্রদেশ কংগ্রেস এবং বামমহল কৌস্তুভের গ্রেফতারির কড়া নিন্দা করে। তাঁরা জানায়, এই ঘটনা নিয়ে তাঁরা জাতীয় স্তরে আন্দোলন করবেন। পুলিশের বক্তব্য, কৌস্তুভকে হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গ্রেফতারের সময় কোন ধারায় তাঁকে গ্রেফতার করা হচ্ছে, তা নিয়েও পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় কৌস্তুভের। সকালের দিকে পুলিশের নতুন বাহিনী যায় তাঁর বাড়িতে। পরে সেখানেই গ্রেফতার করা হয় এই আইনজীবী নেতাকে। গ্রেফতারির পর কৌস্তুভ বলেন, ‘‘বিনা কারণে আমায় হয়রানি করা হচ্ছে। এখানে আইনের শাসন নয়, শাসনের আইন চলছে। আমায় গ্রেফতার করায় আমার জয় হয়েছে। মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন!’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর