বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়েছে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি। শাসক, বিরোধী দুই দলের নেতারাই এখন তুমুল ব্যস্ত। আজ থেকেই প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপিও প্রচারে ঝড় তোলার জন্য কোমর বেঁধে নেমেছে। ভবানীপুরের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাংসদ অর্জুন সিংকে। পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চালানোর জন্য ওয়ার্ড প্রতি একজন বিধায়ক আর দুজন করে সাংসদকে দায়িত্ব দিয়েছে বিজেপি।
অন্যদিকে, নির্বাচনের আগেই আত্মসমর্পণ বা সমঝোতা করে নিয়েছে কংগ্রেস। তাঁরা জানিয়েছে যে, ভবানীপুরের উপনির্বাচনে তাঁরা তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে না। কংগ্রেসের এই সিদ্ধান্ত যে আগামী ২০২৪-র লোকসভা নির্বাচনের জোটের কথা মাথায় রেখে করা হয়েছে, সেটা বলাই বাহুল্য।
বিজেপি এখনও পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে খুব সম্ভবত আজই প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। অন্যদিকে, বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করার আগে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভবানীপুরের উপনির্বাচনে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ এবং আবেদন জানিয়েছেন।
দেবাংশু একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন। দেবাংশু ওই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের বিধায়ক মানতে নারাজ হয়েছেন। তিনি বলেছেন আপাতত এই মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে মঙ্গল গ্রহেরও সাংগঠনিক নেতা বলে কটাক্ষ করেছেন দেবাংশু।