হিট অ্যান্ড রান মামলার অনুকরণে ভিডিও গেম! আদালতের দ্বারস্থ হলেন ক্ষুব্ধ সলমন

বাংলাহান্ট ডেস্ক: তিনি বলিউডের ভাইজান। তাঁর আঙুলের ইশারায় বদলে যেতে পারে কারোর জীবন। তাঁর মেজাজকে সমঝে চলেন সকলেই। আর তাঁকেই কিনা ব‍্যঙ্গ করে বানানো হচ্ছে ভিডিও গেম! চটে লাল সলমন খান (salman khan)। কোনো সাবধান বাণী নয়, গেম নির্মাতার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করলেন অভিনেতা। সোজা আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

বিষয়টা খোলসা করেই বলা যাক। সমস্ত গণ্ডগোলের মূলে রয়েছে এক ভিডিও গেম। নাম ‘সেলমন ভাই’। বেশ কয়েক মাস ধরেই ডাউনলোড চলছে এই গেমের। রেটিংও নজর কাড়ার মতো। ৫ এ ৪.৭ স্টার পেয়েছে এই গেম। এতদূর পর্যন্ত সবই ঠিক ছিল‌। কিন্তু এই গেমের ব‍্যাপারে খবর পেতেই ক্ষেপেছেন আসল সলমন ভাই।

salman 1587043789
তাঁর অভিযোগ, এ গেম তাঁকেই ব‍্যঙ্গ করে বানানো। তাঁর নাম, মায় তাঁরই ছবির কার্টুন বানিয়ে দেওয়া হয়ছে ভিডিও গেমে। গেমের বিষয়বস্তু জেনে তো আরো রেগে গিয়েছেন সলমন। শোনা যাচ্ছে, অভিনেতার হিট অ্যান্ড রান মামলাকে অনুকরণ করেই এই
গেম তৈরি হয়েছে। অন্তত সলমনের অভিযোগ তেমনটাই। এরপরেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের ভাইজান।

সলমনের আইনজীবীর দাবি, এই গেম তৈরির সময় অভিনেতার থেকে কোনো রকম অনুমতিই নেওয়া হয়নি। তাহলে কীসের ভিত্তিতে বানালো হল গেমটি? প্রশ্ন তুলছেন অভিনেতার আইনজীবী। অপরদিকে ইতিমধ‍্যেই গেম প্রস্তুতকারক সংস্থার আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

salman khan10
কিছুদিন আগেই বিমানবন্দরে সলমনকে বাধা দিয়ে লাইমলাইটে উঠে আসেন একজন CISF জওয়ান। পাপারাৎজির জন‍্য পোজ দিতে গিয়ে বিমানবন্দরের নিয়ম ঠিক মতো মানছিলেন না তিনি। সলমনকে বাধা দিয়ে ওই জওয়ান বলেন, আগে নিয়ম ঠিকঠাক মানতে। বাকি সব পরে হবে। সতর্ক করেন পাপারাৎজিকেও। ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি।

প্রসঙ্গত, এই মুহূর্তে রাশিয়ায় টাইগার থ্রির শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন সলমন ও ক‍্যাটরিনা। কিছুদিন আগেই মুম্বই বিমানবন্দরে ভাইরাল হয়েছিল ভাইজানের ভিডিও। উল্লেখ‍্য, টাইগার সিরিজের এটি তৃতীয় ছবি। ফ্র‍্যাঞ্চাইজির প্রথম ছবি ছিল ‘এক থা টাইগার’। ছবিতে একজন ভারতীয় RAW এজেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন, যার কোড নেম ছিল টাইগার। ক‍্যাটরিনার চরিত্রটি একজন পাকিস্তানি এজেন্ট জোয়ার। এক তদন্তে গিয়ে একে অপরের প্রেমে পড়ে যান দুজনে। তৃতীয় ছবিটি পরিচালনা করছেন মণীশ শর্মা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর