ক্যাপ্টেন হিসেবে টেস্টে সৌরভ-ধোনিকেও পেছনে ফেললেন বিরাট, গড়লেন এই বিরল রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ টেস্ট ক্রিকেটের প্রতি বিরাটের ভালোবাসা রীতিমত মুগ্ধ করে প্রাক্তন ক্রিকেটারদের। এমনকি ওভাল জয়ের পর শেন ওয়ার্নের মত তারকা ক্রিকেটারও বিরাটকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বিরাটের মতো ব্যাটসম্যান যে ভালোবাসা দিয়ে লাল বল খেলেন তাতে আগামী দিনে টেস্ট ক্রিকেটের প্রতি যুব সমাজের ভালোবাসা নিশ্চয়ই বাড়বে। শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই নয় অধিনায়ক হিসেবে টেস্টে যথেষ্ট সফল বিরাট কোহলি।

এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভারতের অন্যতম সফল দুই অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। কোন একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়কদের তালিকার শীর্ষে রয়েছে কোহলির নাম। জানিয়ে রাখি, এই তালিকার শীর্ষে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের অধিনায়ক জীবনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট আটটি টেস্ট জিতেছিলেন তিনি। ইংল্যান্ড সফর শুরু হওয়ার পর গুরুকে পেরিয়ে গেলেন শিষ্য। ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত ১০ টি টেস্ট জিতে নিয়েছেন বিরাট কোহলি।

যার ফলে কোন একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট জয়ী ক্যাপ্টেন এখন রান মেশিন। এই তালিকায় আরও বেশ কয়েকবার নাম রয়েছে কোহলির। সাউথ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে মোট সাতটি টেস্ট জিতেছেন তিনি, এছাড়া ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকার বিরুদ্ধে জিতেছেন মোট ছয়টি করে টেস্ট। বলে রাখি এই তালিকায় নাম রয়েছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। নিজের কেরিয়ারে জিম্বাবুয়ের বিরুদ্ধে সবথেকে বেশি ৬ টি টেস্ট জিতে নিয়েছিলেন তিনি।

IMG 20210816 215453

এই পরিসংখ্যান নিশ্চয়ই সফলতা নির্নয়ের শেষ কথা নয়, কারণ সৌরভ কিম্বা ধোনির সময়ের দল আর এখনকার দলের মধ্যে পার্থক্য আছে অনেকটাই। তবে একথা ঠিক যে এই পরিসংখ্যান এটা অবশ্যই বুঝিয়ে দেয় টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব কতখানি উপভোগ করেন রান মেশিন বিরাট কোহলি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর