বাংলাহান্ট ডেস্ক: উত্তম-সুচিত্রা পরবর্তী যুগে যে অভিনেতা অভিনেত্রীরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল তাঁদের মধ্যে অন্যতম দেবশ্রী রায় (Debashree Roy)। রুমকি ঝুমকি নামে দুই বোনের নাচের অনুষ্ঠান থেকে সেই সময়কার প্রথম সারির প্রায় সব পরিচালকদের সঙ্গেই কাজ করেছেন দেবশ্রী। পেয়েছেন জাতীয় পুরস্কার। বাংলা চলচ্চিত্র জগতের রত্ন স্বরূপ দেবশ্রী রায়।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি ইন্ডাস্ট্রিতে। এখন আর বড়পর্দায় দেখা না গেলেও বহু বছর পর ছোটপর্দায় দেখা মেলে দেবশ্রীর। ‘সর্বজয়া’ সিরিয়ালের মাধ্যমে আবারো দেবশ্রীর অভিনয় দেখার সুযোগ পান দর্শকরা। সে সিরিয়ালও শেষ হয়ে গিয়েছে অনেকদিন। তারপর থেকে আর কোনো ছবি বা সিরিয়ালেই দেখা মেলেনি অভিনেত্রীর।
তবে সম্প্রতি একটি কারণে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন দেবশ্রী রায়। তাঁর পুজোর সাজ নজর কেড়ে নিয়েছে নেটপাড়ার। কখনো সোনালি ব্লাউজ শ্যাওলা রঙা শাড়িতে চিত্রাঙ্গদা রূপে ধরা দিয়েছেন তিনি। আবার কখনো সাদা কালো শাড়ির সঙ্গে কালো টপ ও লাল কাফতান পরে ফিউশন লুক তৈরি করেছেন। ৬০ পেরিয়েও অভিনেত্রীর রূপ দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।
প্রসঙ্গত, ১৯৬৬ তে ‘পাগল ঠাকুর’ ছবির হাত ধরে দেবশ্রী রায়ের অভিনয় সফর শুরু। নায়িকা হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন ‘নদী থেকে সাগরে’ ছবির মাধ্যমে। মূল ধারার বাণিজ্যিক হোক বা ভিন্ন স্বাদের গল্প, সমস্ত ধরণের চরিত্রেই সাবলীল ছিলেন তিনি। ইন্ডাস্ট্রির অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী বলে পরিচিত ছিলেন দেবশ্রী।
তারপর তিনি পা রাখেন রাজনীতিতে। ধীরে ধীরে সরতে থাকেন অভিনয় থেকে। একটা সময়ে অনিচ্ছাকৃত বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। এখন অবশ্য রাজনীতিকে বিদায় জানিয়েছেন দেবশ্রী। ফিরেছিলেন অভিনয়েও। কিন্তু তারপর আর দেখা মেলেনি তাঁর।