‘মন্দার’ এর পর ছাত্র রাজনীতি, নুসরত-যশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দেবাশিস মণ্ডল

বাংলাহান্ট ডেস্ক: সন্তানের অভিভাবক হওয়ার পর নতুন ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্ত (yash dasgupta)। এ খবর আগেই মিলেছিল। এবার তাঁদের সঙ্গে যোগ হল আরো একটি নাম। ‘মন্দার’ খ‍্যাত দেবাশিস মণ্ডল (debasish mondal)। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’ সিরিজে তাঁর অভিনয় মন্ত্রমুগ্ধ করেছে সকলকে। থিয়েটারের মঞ্চ থেকে ওয়েব সিরিজে অভিষেক করেই বাজিমাত করেছেন। এবার বড়পর্দায় প্রথম ব্রেকটাও পেয়ে গেলেন তিনি।

সংবাদ মাধ‍্যমের কাছে খবরটার সত‍্যতা স্বীকার করে পর্দার মন্দার জানান, পরিচালক শিলাদিত‍্য মৌলিক তাঁর কাছে প্রস্তাব আনেন ছবিতে অভিনয়ের জন‍্য। ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। ছবিতে মুখ‍্য চরিত্রে যশ নুসরত। দেবাশিসকে দেখা যাবে তাঁদের বন্ধুর চরিত্রে। চিত্রনাট‍্য তিনি পড়েছেন। তাঁর চরিত্রটি বেশ আকর্ষণীয় বলেই মনে হয়েছে অভিনেতার।

70984 mandaar
মন্দার সিরিজ অনির্বাণের পরিচালক হিসাবে হাতেখড়ি। পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে সিরিজে দেবাশিস অভিনয় দিয়ে তাঁকে টেক্কা দিয়েছেন। পরিচালক, প্রযোজক থেকে নামী অভিনেতা অভিনেত্রীরা সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। বড়পর্দায় তাঁর সফরের শুরুটা কেমন হয় সেটাই এবার দেখার।

তপন সিংহের ছবি ‘আতঙ্ক’ এর জনপ্রিয় সংলাপ ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’কেই নতুন ছবির নাম হিসেবে ব‍্যবহার করছেন পরিচালক শিলাদিত‍্য মৌলিক। ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে ছবির শুভ মহরৎ। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতির চিত্র উঠে আসবে ছবির গল্পে। প্রিয় ছাত্রর হত‍্যার সাক্ষী হন এক মাস্টারমশাই। যে খুনি সেও তাঁরই এক ছাত্র এবং তাঁর মেয়ের প্রেমিকও বটে। কলকাতা ও পুরুলিয়া মিলিয়ে ছবির শুটিং হবে বলে খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর