জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীও বাঁচাতে পারলেন না, বছর ঘোরার আগেই শেষ হচ্ছে দেবশ্রী রায়ের ‘সর্বজয়া’

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক সিরিয়াল (Bengali Serial) বন্ধের মুখে। দুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে জি বাংলার সিরিয়াল ‘কড়ি খেলা’। এবার এই চ‍্যানেলেরই আরেক সিরিয়াল ‘সর্বজয়া’ও (Sarbajaya) বন্ধ হওয়ার মুখে। কোনো জল্পনার সুযোগ না দিয়ে সর্বজয়া ওরফে অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy) নিজেই এই খারাপ খবর শেয়ার করে নিয়েছেন নিজের অনুরাগীদের সঙ্গে।

আগামী ১৪ মে শেষ হয়ে যাচ্ছে সর্বজয়া। শেষ পর্বের শুটিং হবে তারও আগে। দেবশ্রী রায় নিজেই খবরটি শেয়ার করে লিখেছেন, ‘বন্ধুরা, আজ আমি সবাইকে ধন‍্যবাদ জানাতে এই পোস্টটা করছি। এক বছর ধরে যে সিরিয়াল করছি ১৪ মে তার শেষ পর্ব। যারা দেবশ্রী রায়কে সর্বজয়া হিসাবে নিয়মিত দেখেছেন বা সমর্থন করেছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা।

WhatsAppXImageX2022 05 01XatX11.01X.56XAMX
আমাকে প্রতিনিয়ত জানিয়েছেন ভাল মন্দ সিরিয়ালের বিষয়ে। আমার ভক্ত, অনুগামীদের অনেক ধন‍্যবাদ। আশা করি আবার ভাল কাজ নিয়ে আপনাদের সঙ্গে থাকব আর আনন্দ দেওয়ার চেষ্টা করব।’

রাজনীতিতে যোগ দেওয়ার প‍র থেকে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী দেবশ্রী রায়। তারপর রাজনীতিকে বিদায় জানিয়ে পাকাপাকি ভাবে নিজের পুরনো মাঠেই ফেরেন তিনি। সর্বজয়ার হাত ধরেই ছোটপর্দায় কামব‍্যাক করেন তিনি।

প্রচুর নিন্দা, সমালোচনা, ট্রোল হয়েছিল দেবশ্রীর অভিনয়ে ফেরার খবরে। ‘বাসি রসগোল্লা’র মতো কটুক্তি তো ছিলই, অনেকে দাবি করেছিলেন যে সর্বজয়া নাকি ‘শ্রীময়ী’র কপি। মুখে প্রতিবাদ সেই অর্থে করেননি দেবশ্রী। বলেছিলেন কাজে করে দেখাবেন। তা তিনি দেখিয়েছেন।

000000070a052f504bd94bd0acbcd1b5fcdb1c95
সিরিয়াল শুরু হতেই টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করে বাকিদের ভয় ধরিয়ে দিয়েছিল সর্বজয়া। বেশ কিছুদিন ভাল ফল করেছিল সিরিয়ালটি। তারপর থেকেই নম্বর কমা শুরু। শেষের দিকে সেরা দশের তালিকার ধারেকাছেও আসতে পারত না সর্বজয়া। অতিরিক্ত কূটকাচালি, অবাঞ্ছিত চরিত্র আর জটিল গল্পই সম্ভবত এই পরিণতির দিকে ঠেলে দিল সর্বজয়াকে।

এক বছর পূর্ণ হওয়ার আগেই শেষ করে দিতে হচ্ছে সিরিয়াল। ইতিমধ‍্যেই নতুন একটি সিরিয়াল ‘খেলনা বাড়ি’র প্রোমো চলে এসেছে। সম্ভবত রাত নটার স্লটে খেলনা বাড়ির জায়গা নেবে এই সিরিয়ালটিই। তবে এখনো পর্যন্ত চ‍্যানেলের তরফে কোনো ঘোষনা করা হয়নি।


Niranjana Nag

সম্পর্কিত খবর