‘দাদাগিরি’র সেটে কলকাতার রসগোল্লা! ‘কমলা সুন্দরী’র তালে সৌরভের সঙ্গে নাচলেন দেবশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক বছর হয়ে গেল ছোটপর্দায় কামব‍্যাক করেছেন দেবশ্রী রায় (Debasree Roy)। তাঁর নতুন পরিচয় ‘সর্বজয়া’। সিরিয়াল শুরুর আগে অনেকে অনেক রকম কটাক্ষ করলেও অভিনয় দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন দেবশ্রী। বুঝিয়ে দিয়েছেন, মাঠ ছাড়লেও ব‍্যাটিং করতে ভোলেননি তিনি। এবার ‘দাদাগিরি’র (Dadagiri) সেটে খেল দেখানোর পালা সর্বজয়ার।

নিজের গোটা টিম নিয়ে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) শো তে আসছেন দেবশ্রী রায়। সবুজ শাড়িতে ‘কমলা সুন্দরী’ গানে নেচে উঠতে দেখা যাবে তাঁকে। তবে একা নয়, হাত ধরে সৌরভকেও মঞ্চের মাঝে টেনে আনবেন তিনি। দেবশ্রীর সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা যাবে বিসিসিআই সভাপতিকেও।


চ‍্যানেলের তরফে ভাইরাল হওয়া প্রোমোতে সৌরভকে বলতে শোনা যায়, “শুধু টেলিভিশন না, বড়পর্দাতেও তুমি এতদিন সর্বজয়া ছিলে আ্য থাকবেও।” অন‍্যদিকে দেবশ্রী জানান, শুধুমাত্র সৌরভের হাসিটা দেখবেন বলে তিনি দাদাগিরিতে এসেছেন। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর মুখে প্রশংসা শুনেই লজ্জায় লাল সৌরভ।


এদিন সর্বজয়ার পাশাপাশি খেলবেন খলনায়ক মনোসিজ, সারা, দর্শনারাও। সারা ওরফে সঙ্ঘমিত্রার সঙ্গেও খুনসুটি করতে দেখা যাবে সৌরভকে। সারার নাকি হাসি একবার শুরু হলে আর থামতেই চায় না। দেবশ্রী মজা করে জানান, তাঁর অনস্ক্রিন মেয়ে হাসতে শুরু করলে সেটের সবাই ভয় পেয়ে যায়। সৌরভ আবার বলেন, সঙ্ঘমিত্রার হাসি শুনে তাঁর এত কানে লেগেছে যে ভলিউম কমিয়ে দিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CcCyef-qTQO/?igshid=YmMyMTA2M2Y=

শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরি। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় নিজেই খবরটা জানিয়েছেন সৌরভ। দাদাগিরির সেটের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আরেকটি সিজনের প্রায় শেষের দিকে’। তারপর থেকেই মন খারাপ দর্শকদের‌।

শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ‍্যায় জানিয়েছেন, সব শোয়েরই তো শুরুর মতো শেষ থাকে। দাদাগিরিও ব‍্যতিক্রম নয়। তবে সান্ত্বনা একটাই। আগামী মে মাস পর্যন্ত শুটিং চলবে। তারপর জুন নাগাদ হবে দাদাগিরির ফিনালে পর্ব।

সম্পর্কিত খবর

X