বাংলা হান্ট ডেস্ক : ছোটপর্দা থেকে বড়পর্দা, খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। মাস কয়েক আগেই মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘পলাশ’। এছাড়াও জিৎ-র সাথে ডেবিউ করারও প্রস্তুতিও চলছে পুরোদমে। তারমধ্যে চলছে ফটোশুট-ও।
এমনিতেই পুজোর আগে সেলেবদের ফটোশ্যুট করা একটা ট্রেন্ড। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসালেনৎ অভিনেত্রী দেবচন্দ্রিমাও। সম্প্রতি ছোটপর্দার এই নায়িকাও পোজ দিলেন ক্যামেরার সামনে। একেবারে যেন মা দুর্গা! নায়িকার থেকে চোখ ফেরানোই দায়।
মা দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়ে ছবিও তুললেন তিনি। টিউব ব্লাউজ, লাল পাড় সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ আর নাকে একটা বড় সাইজের নথে যেন ঠিক মাতা পার্বতী। তার সেই রূপ কয়েকগুন বাড়িয়ে দিয়েছে তার মাথার এক ঢাল কোঁকড়া চুল। নায়িকার এই সাম্প্রতিক ফটোশুট দেখে ভক্তদের তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়।
আরও পড়ুন : শাহরুখের ‘ওপেন চ্যালেঞ্জ’, সুযোগ বুঝে বাদশাকে ঠুকে দিলেন সমীর ওয়াংখেড়ে
View this post on Instagram
এই ছবির সাথে একটা রিল ভিডিওও শেয়ার করেছেন নায়িকা। সেই ভিডিওতে আবার যথেষ্ট বোল্ড অ্যান্ড বিউটিফুল তিনি। তবে তার সেই সমস্ত বোল্ডনেসকে ছাপিয়ে গেছে দেবচন্দ্রিমার এই স্নিগ্ধ রূপ। পুজোর ফটোশ্যুটে দেবচন্দ্রিমার এই রুপ আগুনে পুড়ছে ভক্ত হৃদয়।