বাংলা হান্ট ডেস্ক : ট্রেলার রিলিজের পর থেকেই চর্চায় রয়েছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ঝলক এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে। চারিদিকে এখন কেবল শাহরুখ শাহরুখ রব। ভক্তরাও এখন উত্তেজনার শিখরে। আর তার মাঝেই সামনে এল শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং প্রাক্তন এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) সম্পর্কিত একটি খবর।
‘বেটে কো হাত লাগানেসে পেহেলে বাপ সে বাত কর’, সম্প্রতি বুর্জ খলিফা থেকে এই বার্তাই শাহরুখের। এই সংলাপটির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বল”। আর বাদশার মুখে এই সংলাপ শুনে মুচকি হাসছেন ভক্তরা। নেটিজনদের একাংশের ধারণা ‘জওয়ান’ হাত ধরে আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে প্রতিপক্ষকে বার্তা দিতে চাইছেন।
ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে শুরু হয়ে গেছে রসালো আলোচনা। কিছুজন তো আবার প্রাক্তন NCB কর্তা সমীর ওয়াংখেড়েকে ট্রোলও করতে শুরু করেন। এখানে জানিয়ে রাখি, ২০২১ সালে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। আর সেই কেসের তত্ত্বাবধান করেছিলেন NCB কর্তা সমীর ওয়াংখেড়ে।
আরও পড়ুন : পঞ্চমী এখন অতীত, শীঘ্রই নতুন সিরিয়ালে কামব্যাক করছেন রাজদীপ! সঙ্গী এই সুন্দরী নায়িকা
যদিও পরে আদালত আরিয়ানকে নির্দোষ বলে বেকসুর খালাস করে দেয়। তবে একাধিক প্রশ্ন উঠেছিল সমীর ওয়াংখেড়ের ভূমিকা প্রসঙ্গে। সেই জল্পনা এখনও মাঝে মাঝেই চাগাড় দিয়ে ওঠে। আর সেসবের মধ্যেই সামনে এল ‘জওয়ান’ ছবির এই সংলাপ এবং শাহরুখের বার্তা। ট্রেলার লঞ্চের সময় তিনি বলেন, “সমস্ত বাবা মায়ের উদ্দেশে- ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।”
আরও পড়ুন : কেবল ‘জওয়ান’ নয়, তার আগে এই ৮ টি ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ! নাম জানেন?
I have licked the fire and danced in the ashes of every bridge I ever burned. I fear no hell
from you.
-Nicole Lyons
A quote that always inspires me !@ABPNews @news24tvchannel @RoflGandhi_— Sameer Wankhede (@swankhede_IRS) August 31, 2023
দুই’দুইয়ে চার করে সমীরকে একহাত নিতে শুরু করেছে শাহরুখ ভক্তরা। যদিও সমীরও কিন্তু দমবার পাত্র নয়। এইদিন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সমীর লেখেন, “আমি আগুন গিলেছি। ভস্মের মধ্যে নৃত্য করেছি। তোমার থেকে আমি বিন্দুমাত্র ভয় পাই না।” যদিও পোস্টে তিনি কারোরই নাম নেননি। তবে কারোরই আর বুঝতে বাকি নেই যে এই কথা তিনি কিং খানকেই বলেছেন।