বছর শুরুর আগে নতুন ‘সম্পর্কে’ জড়ালেন দেবলীনা? উঠে আসছে এই অভিনেতার নাম!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরে টলিপাড়ায় যেসব সম্পর্ক ভেঙেছে তাদের মধ‍্যে অন‍্যতম তথাগত মুখোপাধ‍্যায় (tathagata mukherjee) ও দেবলীনা দত্তের (debolina dutta) সম্পর্ক। দীর্ঘ আট বছর ধরে দাম্পত‍্য সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু মাস খানেক আগেই গুঞ্জন শোনা যায়, ভেঙে গিয়েছে তাঁদের সংসার। সংবাদ মাধ‍্যম প্রশ্ন রাখলে বিষয়টা এড়িয়েও যাননি কেউই। তবে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ‍্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন স্বীকার করেননি তথাগত।

এদিকে নতুন বছর শুরুর আগেই টলিপাড়ায় ফের গুঞ্জন। নতুন সম্পর্কে জড়িয়েছেন দেবলীনাও। চর্চিত প্রেমিকটিও অভিনয় জগতেরই। তিনি সৌম‍্য বন্দ‍্যোপাধ‍্যায়। তাঁর সঙ্গেই নাকি মাঝে মধ‍্যে কফি ডেটে যান দেবলীনা। এ বিষয়ে কী বক্তব‍্য অভিনেত্রীর? আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বেশ বিরক্তি নিয়েই উত্তর দেন, তাঁর বিয়ে ভাঙার জন‍্য এই ধরনের ‘গুজব’ রটছে।


তবে সৌম‍্যর সঙ্গে কফি শপে যাওয়ার কথাটা উড়িয়ে দেননি দেবলীনা। তিনি জানিয়েছেন, তাঁদের সঙ্গে নাকি আরো বন্ধু বান্ধব ছিল। পাশাপাশি দেবলীনার দাবি, সৌম‍্য নাকি এখনো তাঁর ‘প্রেম’কে ভুলতে পারেননি। উল্লেখ‍্য, বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেতার। কিন্তু দেবলীনার কথায়, তিনি এখনো তাঁর প্রাক্তন স্ত্রীকেই ভালবাসেন। ঠিক যেমন তিনি এখনো তথাগতকেই ভালবাসেন। তবে দেবলীনা এও জানিয়েছেন, যদি নতুন করে প্রেমে পড়েন তবে লুকিয়ে চুরিয়ে নয়, সর্বসমক্ষেই সম্পর্ককে স্বীকৃতি দেবেন।


তথাগত এর আগে জানিয়েছিলেন, নিজের মতো করে জীবন কাটাচ্ছেন তিনি। মা বাবাকে সময় দিচ্ছেন। অশান্তির ছোঁয়া যেন তাঁদের গায়ে না লাগে সেদিকেই নজর রাখছেন। তিনি আরো জানান, তাঁর প্রথম বিয়ে ভাঙার পরে সরাসরি কোনো বিবৃতি দেননি তিনি। এ বারেও কোনো মন্তব‍্য করতে চান না।

অপরদিকে দেবলীনা জানান, তাঁর মায়ের হার্টের অসুখ। শুটিংয়ের কাজ সামলে অসুস্থ মা, নিজের পোষ‍্য তিনটি সারমেয়দের দেখভাল করেই তাঁর দিন কাটছে। এছাড়া আর কোনো বিষয় নিয়ে মন্তব‍্য করতে চান না তিনি। খুব প্রয়োজন না পড়লে একে অপরের সঙ্গে তেমন কথা বলেন না তাঁরা। নতুন বছরে কে কোন সম্পর্ককে স্বীকৃতি দেন সেটাই দেখার।

সম্পর্কিত খবর

X