ফের এশিয়া সেরা হল ভারত, শ্রীলঙ্কাকে হেলায় উড়িয়ে অষ্টমবার কাপ দখল করে গড়লো নতুন ইতিহাস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতে নিলো ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে মোট নয় উইকেটে হারিয়েছে ভারত। এই নিয়ে টানা তিনবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজের নামে করে নিলো ভারত। এই ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ১০৬ রান করার পর বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটায়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে, ভারত ১০২ রানের লক্ষ্য পায় এবং ভারত এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।

শ্রীলঙ্কার রাভিন ডি সিলভা, ইয়াসিরু রদ্রিগো এবং মাথিশা পাথিরানা যথাক্রমে ১৫, ১৯ এবং ১৪ রানের অবদান রাখেন যার ফলে তারা ১০০ এর গন্ডি পেরিয়েছিল। ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে চাপে ছিল শ্রীলঙ্কা শুরু থেকেই। তাদের মধ্যে ভিকি ওসওয়াল তিনটি উইকেট নেয়, আর কৌশল তাম্বে দুটি উইকেট তুলেছিলেন।

এর জবাবে, ভারতের টপ অর্ডার শ্রীলঙ্কার বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়ে ওপেনার আংক্রিশ রঘুবংশী ৬৭ বলে ৫৬ রান করেন, তার ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি দিয়ে। তিন নম্বরে নামা শাইক রশিদ তাকে ভালোভাবে সমর্থন করেছিলেন, যিনি ৪৯ বলে ৩১ রান করে ভারতকে লক্ষ্য পেরোতে সাহায্য করেছিলেন।

এই জয়ের কারণে, ভারত নয় বছরের মধ্যে রেকর্ড গড়ে অষ্টমবই এশিয়া কাপ জয় করলো। শুধুমাত্র ২০১২ সালে মালয়েশিয়ায় পাকিস্তান এবং ভারতের মধ্যে ফাইনাল খেলাটি টাইতে শেষ হওয়ার কারণে কাপটি ভাগ করে নেওয়া হয়েছিল। তবে ২০১৭ সালে একমাত্র ভারত ট্রফি জিততে ব্যর্থ হয়েছে। সেবার আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে তাদের প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর