দেবলীনার ডাক নাম নাকি ‘রামচন্দ্র’! বিচিত্র নামকরণের কারণটা জানেন?

বাংলাহান্ট ডেস্ক: বাঙালিদের ডাক নাম (Nick Name) আর ভাল নামের মধ‍্যে ধন্দটা দীর্ঘদিনের। কোনো বাঙালি বাড়িতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যাদের কিনা কোনো ডাক নাম নেই। কিছুজনের তো আবার একটায় পোষায় না, তিন চারটি ডাক নাম রয়েছে! কিন্তু অভিনেত্রী দেবলীনা দত্তের (Debolina Dutta) ডাকনামের সঙ্গে বোধহয় আর কারোরই তুলনা হয় না।

রামচন্দ্র (Ramachandra), হ‍্যাঁ এটাই দেবলীনার ডাক নাম। অবাক হলেন তো? রামচন্দ্র ভাল নাম হতে পারে, কিন্তু ডাক নাম! এমনটা আগে কখনো শুনেছেন কি? কিন্তু দেবলীনা নিজের মুখেই জানিয়েছিলেন তাঁর এই নাম কাহিনি। এমন নামকরণের পেছনে নাকি রয়েছে এক ইতিহাস!

IMG 20220519 195441
অভিনেতা শাশ্বত চট্টোপাধ‍্যায়ের সঙ্গে কথা বলতে গিয়েই নিজের ব‍্যাপারে এই তথ‍্য ফাঁস করেছিলেন দেবলীনা। একটা দুটো না, তাঁর ১৭ টা ডাক নাম! তার মধ‍্যে অন‍্যতম এবং ‘বিশেষ’ ডাক রামচন্দ্র। অভিনেত্রীর সেজ কাকা নাকি এই নামে ডাকতেন তাঁকে।

দেবলীনা জানিয়েছিলেন, তাঁর নাম প্রথম থেকেই কিন্তু রামচন্দ্র ছিল না। সেজ কাকা তাঁকে ডাকতেন চন্দ্র নামে। চাঁদের মতো ভাইঝিকে এমনি আদুরে নাম দিয়েছিলেন তিনি। কিন্তু দেবলীনার দাবি, তিনি আর যাই হোক, চাঁদ তো একেবারেই ছিলেন না। টমবয়দের মতো হাবভাব ছিল তাঁর ছোটবেলায়। তাই চাঁদ অর্থাৎ চন্দ্র বদলে হয়ে যায় পুরুষোচিত নাম রামচন্দ্র।

দেবলীনার এই বিচিত্র ডাক নামের তালিকা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। অনেকেরই মনে থাকবে, বেশ কয়েক বছর আগেও খুব রোগা ছিলেন দেবলীনা। অনায়াসে ‘জিরো ফিগার’ বলা যেত তাঁকে। তাই ইন্ডাস্ট্রিতে তাঁর নাম হয়েছিল ‘সরু’।

দেবলীনার আরেকটি ডাক নাম ‘পেঁচি’। অভিনেত্রীর প্রাক্তন স্বামী তথাগত মুখোপাধ‍্যায় তাঁকে এই নামেই ডাকতেন। ঝগড়ার সময়েও বাদ যেত না পেঁচি বলে ডাক! তবে রামচন্দ্রের সঙ্গে আর কোনো কিছুরই তুলনা চলে না!

Niranjana Nag

সম্পর্কিত খবর