‘দম আটকে আসছে’! একটি বাক্যেই শোরগোল, ফের কী হল দেবলীনার?

Published on:

Published on:

Debolina Nandy hint at by writing I'm feeling suffocated why she said
Follow

বাংলা হান্ট ডেস্ক: আবারও একবার খবরের শিরোনামে দেবলীনা নন্দী (Debolina Nandy)। বিগত কিছুদিন ধরে সমাজ মাধ্যমে তাকে নিয়ে চলছে নানান ধরনের চর্চা। কারণ কিছুদিন আগে আত্মহত্যা চেষ্টা করেছিল সুরেলা কন্ঠের অধিকারী ও হাসিমুখের ব্লগার দেবলীনা নন্দী। বর্তমানে  হাসপাতালে বিছানায় শুয়ে ছটফট করছে যন্ত্রণায়। আত্মহত্যার চেষ্টা করার পরও প্রাণ ফিরে পেয়ে শান্তি ফেরেনি তার মনে।এবার আরও একবার সমাজ মাধ্যমে লাইভে এসে বিস্ফোরক গায়িকা। তার হাহাকার মেশানো কণ্ঠস্বর আর দম বন্ধ হয়ে আসা আকুতি এখন সমাজ মাধ্যমের নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

‘দম বন্ধ হয়ে আসছে’ লিখে কী ইঙ্গিত দিলেন দেবলীনা? (Debolina Nandy)

শনিবার সকালে ফের লাইভে আসলেন দেবলীনা নন্দী (Debolina Nandy)। লাইভে এসে তিনি জানান ‘যে কাজটা তিনি করেছিলেন সেটি ভুল। তবে ভুল করেছি কিন্তু সেই ভুলের নেপথ্যে ছিল শুধুই ভালোবাসা। একদিকে আমার মা অন্যদিকে ভালোবেসে বিয়ে করার স্বামী, এই দুইয়ের টানাপোড়নে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। যার ফলে ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি’।

 Debolina Nandy hint at by writing I'm feeling suffocated why she said

আরও পড়ুন: জলপাইগুড়ির গর্ব, চাষির ঘর থেকে কোটি টাকার চাকরি পেলেন জলপাইগুড়ির সুমন বেরা

তবে শনিবার দিন সকালে লাইভে এসে গায়িকা জানান আপাতত স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। নেটিজেনদের কাছে অনুরোধ জানায়, দয়া করে নোংরা মন্তব্য় করে আমার মানসিক স্থিতিশীলতা নষ্ট করবেন না। দম বন্ধ হয়ে আসছে আমার। ভেবেছিলাম সেই দিনটাই আমার জীবনের শেষ দিন হবে। কিন্তু ভগবান আমাকে বাঁচিয়ে দিলেন। দয়া করে সুস্থ ভাবে বাঁচতে দিন আমাকে। তিনি লাইভে আরও জানান, নিজের ভালোবাসার মানুষ আর সংসার হারিয়ে ফেলা আমার কাছে মৃত্যু সমান যন্ত্রণা। আপনাদের বিষাক্ত কথায় দয়া করে আমাকে নতুন করে মেরে ফেলবেন না।

শনিবার দিন লাইভে দেবলিনা জানান, “এটিই আমার প্রথম এবং শেষ বক্তব্য। বহু মানুষ প্রশ্ন তুলেছেন, অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আমি কীভাবে ভিডিও করছি? তাদের উদ্দেশ্যে গায়িকা জানান, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন ঘটনার দুদিন পর থেকে যখন পরিচিতরা দেখা করতে এসেছেন, তখনই ভিডিওগুলো করা হয়েছে। অনেকে চাইছেন আমি মরে যাই, এমনকি মেসেজ বা কমেন্ট করে সেটি লিখছেনও। আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি। যারা এমন বলছেন, চাইলে তাঁদের বিরুদ্ধে অনেক পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু বিশ্বাস করুন আমি আর পারছি না। তাই পূর্ণাঙ্গ বিবৃতি হিসেবে শেষ ভিডিও আপলোড করছি।”

এরপর যা হবে সবটাই প্রমানসহ সঠিক জায়গায় দেখাবো। তিনি আরও জানান, বিয়ে হয়েছে মানে নিজেকে বিক্রি করে দেওয়া নয়। অথবা নিজের পরিবারকে ছেড়ে দেওয়া নয়। হ্যাঁ আমি দোষ করেছি, এটাই যে নিজের দুঃখ কষ্ট চেপে সব কিছু হাসিমুখের থেকেছি। ক্যামেরার সামনে সব সময় তাদের ভালোটাই তুলে ধরেছে। খারাপ দিকগুলো কখনো দেখাইনি। কিন্তু এখন প্রয়োজন পড়লে সব সত্যি সামনে আনবেন তিনি বলে জানান (Debolina Nandy)।