বাংলাহান্ট ডেস্ক : ফেসবুক লাইভে জীবনের একাধিক সমস্যার কথা উগরে দিয়েই আত্মহত্যার চেষ্টা করলেন জনপ্রিয় গায়িকা তথা ইউটিউবার দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি তিনি এও অভিযোগ করেছেন, যে মা তাঁকে কেরিয়ার গড়তে সাহায্য করেছেন, তাঁকেই এখন ছেড়ে দিতে বলা হচ্ছে তাঁকে। ওই লাইভ শেষ হওয়ার পরেই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন দেবলীনা। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
লাইভ ভিডিওতে সমস্যার কথা বলেন দেবলীনা (Debolinaa Nandy)
লাইভ ভিডিওতে দেবলীনাকে বলতে শোনা যায়, তাঁর কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। দেবলীনা বলেন, তিনি ভেবেছিলেন নিজস্ব একটি ব্যান্ড তৈরি করবেন, যেটা পরবর্তীতে আর হয়নি। কিন্তু এখন তিনি হুমকি পাচ্ছেন যে নিজের ব্যান্ড করলে আর কোথাও তিনি শো পাবেন না। এখানেই শেষ নয়, ব্যক্তিগত জীবনেও বিয়ের পর থেকে বহু সমস্যা তৈরি হয়েছে বলে জানান দেবলীনা।

মাকে ছেড়ে দিতে বলার অভিযোগ: গায়িকা বলেন, তাঁর মায়ের জন্যই গানের কেরিয়ারে তিনি এতদূর এসেছেন। কিন্তু এখন নিজের মাকেই ছেড়ে দিতে বলা হচ্ছে তাঁকে। তিনি বরাবর চেষ্টা করেছেন সকলকে নিয়ে চলতে। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনদেরই গুরুত্ব দিতে হবে, এমন চাপ আসছে তাঁর উপরে। নানান জনের নানান কথাও শুনতে হচ্ছে তাঁকে।
আরও পড়ুন : আড়াই ঘন্টায় কলকাতা থেকে পুরী, জানুয়ারি থেকেই চালু বন্দে ভারত স্লিপার, কত হবে ভাড়া?
কী বললেন গায়িকা: সবশেষে দেবলীনা (Debolinaa Nandy) বলেন, যে ভালোবাসার গুরুত্ব দিতে জানে না, তাঁকে বেশি ভালোবাসা উচিত নয়। তিনি এও বলেন, বিয়ের পরে মাকে ছেড়ে দিতে হবে এটা তিনি কখনও ভাবেননি। সবশেষে গায়িকা বলেন, ‘আমি ভালো নেই। এটা বলার জন্য বুকের জোর লাগে। আমি ভালো থাকার নাটক করছি। কিন্তু আমি আর নিতে পারছি না।’
আরও পড়ুন : ফের হাই ভোল্টেজ টক্কর নন্দীগ্রামে! কে হচ্ছেন বিজেপির প্রার্থী? ফাঁস করে দিলেন লকেট
এখন কেমন আছেন দেবলীনা? তাঁর কাছের বন্ধু অভিনেতা সায়ক চক্রবর্তী জানান, এখন গায়িকা ভালো আছেন। তাঁর মতে, নিজের থেকে ভালোবাসা বা সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত নয়। সায়ক আরও বলেন, বৈবাহিক জীবনে এক বছর ধরে এমন সমস্যা হলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে হয়তো এমন সিদ্ধান্ত নেয়। দেবলীনাকে অনেকবার সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শও তিনি দিয়েছিলেন বলে জানান সায়ক।












