বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কের কেন্দ্রে রণবীর সিং এবং দীপিকা পাডুকোন (Deepika Padukone)। হিজাব পরে অভিনেত্রীকে দেখে রীতিমতো ক্ষুব্ধ নেটপাড়া। সম্প্রতি এক বিজ্ঞাপনে খয়েরি রঙা হিজাব পরিহিত অবস্থায় দেখা গিয়েছে তাঁকে, পাশে কালো স্যুটে রণবীর। এই বেশভূষায় দুজনকে দেখেই ক্ষেপেছে নেটনাগরিকরা।
বিজ্ঞাপন ঘিরে বিতর্কের মুখে দীপিকা (Deepika Padukone)
আবুধাবির নতুন পর্যটন প্রচার সংক্রান্ত বিজ্ঞাপনে দেখা গিয়েছে রণবীর এবং দীপিকাকে (Deepika Padukone)। আবুধাবির প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন তাঁরা। কিন্তু এই বিজ্ঞাপন ঘিরেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন দুজনে।
কী অভিযোগ উঠেছে: দীপিকা (Deepika Padukone) রণবীরের বিরুদ্ধে হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগ এনেছেন নেটিজেনদের একাংশ। অনেকে কটাক্ষ করেছেন, দীপিকা রণবীর হিন্দু ধর্মকে কোনো মর্যাদাই দেন না। আবার কেউ কেউ অভিযোগ করেছেন, দীপিকা (Deepika Padukone) দ্বিচারিতা করেন। তবুও অনেকে তাঁর ছবি হিট করায়। এবার সজাগ হওয়ার সময় এসেছে। এমনকি দীপিকাকে (Deepika Padukone) বয়কটের ডাকও উঠেছে।
আরও পড়ুন : সপ্তাহান্তে বড় ভোগান্তি, ফের বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, যানজট এড়াতে জেনে রাখুন বিকল্প রাস্তা
দীপিকার পাশে দাঁড়িয়েছেন অনেকে: অনেকে অবশ্য দীপিকার (Deepika Padukone) পাশেও দাঁড়িয়েছেন। কয়েকজন লিখেছেন, মসজিদে প্রবেশ করার সময় হিজাব পরা বাধ্যতামূলক। সবাইকেই পরতে হয়। এমনকি আন্তর্জাতিক তারকাদেরও পরতে হয়েছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, দীপিকা কখনোই মন্দিরের প্রতি অসম্মান করেননি। তাহলে কেন তাঁকে এখন কটাক্ষ করা হচ্ছে!
আরও পড়ুন : প্রথমবার বেঙ্গল টপার ‘চিরদিনই তুমি যে আমার’, এদিকে হাসপাতালে শুয়ে ‘অপর্ণা’! কী হল দিতিপ্রিয়ার?
ইদানিং পরপর বিতর্কে জড়াতে দেখা গিয়েছে দীপিকাকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বেরিয়ে আসায় আলোচনায় উঠে এসেছিলেন তিনি। এদিকে ‘কল্কি’র সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন দীপিকা। গুঞ্জন শোনা যাচ্ছে, অতিরিক্ত দর হাঁকায় এবং শিডিউলের সমস্যার জেরেই নাকি বাদ পড়েছেন তিনি।