বাংলাহান্ট ডেস্ক : দীপাবলি মানেই বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় উৎসব। আলো আর জাঁকজমকে আলাদাই রূপ নেয় গ্ল্যামার ইন্ডাস্ট্রি। প্রতি বছরই দিওয়ালিতে নেটিজেনরা অপেক্ষায় থাকেন তারকাদের সাজ দেখার জন্য। আর এবার দিওয়ালিতে বিরাট চমক দিলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। গত বছর দিওয়ালিতে মেয়ে দুয়ার প্রথম ঝলক দেখিয়েছিলেন তিনি। এবছর দিওয়ালির উৎসবে দুয়াকে প্রকাশ্যে আনলেন দীপিকা (Deepika Padukone) রণবীর।
মেয়ের ছবি প্রকাশ করলেন দীপিকা (Deepika Padukone)
সোশ্যাল মিডিয়ায় দিওয়ালি উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন দীপিকা (Deepika Padukone)। সেখানে রণবীর দীপিকার সঙ্গে সবথেকে বেশি নজর কাড়ল ছোট্ট দুয়া। লাল সালোয়ার আর গয়নায় সেজেছিলেন দীপিকা (Deepika Padukone)। পাশে সাদা পাজামা পাঞ্জাবি আর জহর কোর্টে দেখা গেল রণবীরকে। ছোট্ট দুয়াও সেজে উঠেছিল লাল পোশাকে। সঙ্গে ছোট্ট ছোট্ট দুটি ঝুঁটিতে ভারী মিষ্টি দেখাচ্ছে দুয়াকে।
দীপাবলির শুভেচ্ছা অভিনেত্রীর: ছবিগুলি শেয়ার করে দীপাবলির শুভকামনা জানিয়েছেন রণবীর দীপিকা। বলা বাহুল্য, নেটনাগরিকদের কাছে এই ছবি রীতিমতো চমকপ্রদ। দিওয়ালিতে এত বড় সারপ্রাইজে চমকে উঠেছেন সকলেই। ছোট্ট দুয়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন : এখানেই রচিত হয় ‘আনন্দমঠ’, আসতেন বঙ্কিমচন্দ্র, বিদ্রোহী কবি! লালগোলার ‘রাজরাজেশ্বরী’ মায়ের ভোগে থাক
এক বছর হল দুয়ার: প্রসঙ্গত, ২০২৪ এর ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা (Deepika Padukone)। এক বছর বয়স হল ছোট্ট দুয়ার। আর দীপাবলি উপলক্ষেই মেয়ের মুখ দেখানোর সিদ্ধান্ত নিলেন রণবীর দীপিকা (Deepika Padukone)। হঠাৎ এমন সারপ্রাইজে উচ্ছ্বসিত জুটির অনুরাগীরা।
আরও পড়ুন : সর্বক্ষণ অনুভব করেন অভিষেকের উপস্থিতি, কালীপুজোয় ‘অলৌকিক’ অভিজ্ঞতার সম্মুখীন স্ত্রী সংযুক্তা
এতদিন অবশ্য দুয়াকে খুব সতর্ক ভাবেই আড়ালে রেখেছিলেন রণবীর দীপিকা পাপারাৎজির ছবি তোলার হিড়িকে একসময় ক্ষুব্ধ হতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে অন্য তারকাদের মতো সন্তানকে সম্পূর্ণ ভাবে আড়ালে না রেখে সামনে আনার সিদ্ধান্ত নেওয়ায় দীপিকাকে প্রশংসায় ভরিয়েছেন অনেকে।